/indian-express-bangla/media/media_files/2025/02/19/WtlNS400AJsN8HCpicld.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: মঙ্গলবারই মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের এবার পাল্টা জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। "৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়", এমনই অভিযোগ যোগীর। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে আজ যোগী আদিত্যনাথ আরও বলেন, "৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। ভিত্তিহীন অভিযোগ করছেন উনি (মমতা বন্দ্যোপাধ্যায়)। সনাতন ধর্মের সব থেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল।"
জল্পনার অবসান! আজই দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, চড়ছে উত্তেজনার পারদ
মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা নিয়ে রাজ্য় সরকারকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বললেন, ''মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাই তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।''রাজ্য়ের সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে হাইকোর্টের মন্তব্য ''আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়।''
'শুভেন্দুর বিরুদ্ধে মোদীকে নালিশ', পাল্টা মমতার নামে রাজ্যপালের কাছে অভিযোগ বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে গোটা ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের নাম করে বিরোধী দল নেতাকে ভয় দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কৌস্তভের পোস্ট ঘিরে শোরগোল। গতকাল বিধান সভার গেটে দাঁড়িয়ে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি থ্রেটের অভিযোগ আনেন। শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন ওরা আন্দোলন করলে আটকাতে পারবেন তো, মমতা বন্দোপাধ্যায় আজকে আমাকে থ্রেট করেছেন'।
-
Feb 19, 2025 20:36 IST
West Bengal News Live: মাধ্যমিক পরীক্ষার্থীর মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান
চলছিল মাধ্যমিক পরীক্ষা। ঠিক সেই সময়ে পরীক্ষার্থীর মাথার উপর ভেঙে পড়ল সিলিং ফ্যান। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নন্দীনি মাখাল নামে ওই পরীক্ষার্থী।জানা গিয়েছে বাটানগরের বাংলা জাতীয় শিক্ষা মন্দিরের ওই ছাত্রীর সিট পড়েছিল মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাটানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যামন্দিরে।সেখানে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরেই যে এরকম ভয়াবহ কাণ্ড হয়ে যাবে তা ভাবতেই পারছেন না কেউ। ছাত্রীটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
-
Feb 19, 2025 19:57 IST
West Bengal News Live: পুলিশকে মারধরে গ্রেফতার পুলিশ
পুলিশকে মারধরের অভিযোগে সাসপেন্ড পুলিশ ও সেই সঙ্গে তাঁকে গ্রেফতারও করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে তোলা নেওয়ার অভিযোগে আগেই তাঁকে ওসি পদ থেকে অপসারণ করা হয়েছিল। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে তাঁকে সরিয়ে দিয়েছিল বীরভূম জেলা পুলিশ। এবার মুর্শিদাবাদের কয়েকজন পুলিশ অফিসারদের মারধরের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে গ্রেফতারও করেছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন ওই পুলিশকর্মীর পরিবারের আরও ৬ সদস্য।
-
Feb 19, 2025 19:30 IST
West Bengal News Live:ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ গ্রামের পর গ্রাম
এ যেন সাক্ষাৎ কোনও মহাপ্রলয়! মাত্র মিনিট দশেকের ঝড় ও সঙ্গে শিলাবৃষ্টিতে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল পরপর ৬টি গ্রাম। কমপক্ষে ৪০টি কাঁচা বাড়ি ঝড়ের দাপটে ভেঙে পড়েছে। বুধবার দুপুর নাগাদ হঠাৎ তুমুল এই বিপর্যয়ের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বুধবার দুপুরে আচমকা উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামনগর পঞ্চায়েত এলাকায় তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের আচমকা ঝড় ও শিলাবৃষ্টির জেরে কার্যত এই পঞ্চায়েত এলাকার ৬টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে প্রবল ঝড়ে গ্রামে একের পর এক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে দেওয়াল। ঝড়ের দাপটে বহু গাছের ডাল ভেঙে পড়েছে। আচমকা এই বৃষ্টির জেরে মাঠের পর মাঠ ফসল নষ্ট হয়েছে।
-
Feb 19, 2025 19:11 IST
West Bengal News Live:স্ত্রীকে ভিডিও কল করে আত্মঘাতী স্বামী
স্ত্রীকে ভিডিওকল করে আত্মঘাতী স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর বিমল দাস কলোনি এলাকায়। এই ঘটনায় মৃতের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ছেলেকে আত্মহত্যার প্ররোচনা এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের বাবা স্বাধীন হালদার। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
-
Feb 19, 2025 19:01 IST
West Bengal News Live:অবশেষে জালে 'ব্যাটারি গ্যাং'
এবার খোঁজ মিলল 'ব্যাটারি গ্যাং'-এর। হুগলির তারকেশ্বরে ভাড়াবাড়িতে ঘাঁটি গেড়েই চলতো 'অপারেশন'। ওই এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে টাওয়ারের ব্যাটারি চুরি করত দুষ্কৃতীরা। মাসখানেক ধরে পেছনে লেগে থাকার পর অবশেষে গুড়াপ থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার সকালে গুড়াপ থানায় বসে ডি. এস. পি (ডি অ্যনড টি) প্রিয়ব্রত বক্সি সাংবাদিকদের জানান, এই 'ব্যাটারি গ্যাং' গত কয়েক মাস ধরে দুই জেলায় পরপর 'হাইটেক' কায়দায় চুরি করছিল।
-
Feb 19, 2025 18:31 IST
West Bengal News Live: বেঘোরে প্রাণ খোয়াল দশম শ্রেণির ছাত্র
সহপাঠীর ঘুঁষিতে মৃত্যু ছাত্রের। স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটে হুগলির চাঁপদানি আর্য বিদ্যাপীঠ বিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম অভিনব জালান (১৫)। জানা গিয়েছে, বুঘবার দুপুর একটা নাগাদ ক্লাস টেনের ঘরে শিক্ষকের অনুপস্থিতিতে দুই দল ছাত্র কোনও একটি বিষয় নিয়ে বচসায় জড়ায়। তা থেকেই শেষমেশ এই চরম পরিণতির শিকার হয় এক ছাত্র।
বিস্তারিত পড়ুন- Hooghly News: বচসার জেরে সহপাঠীর বুকে সজোরে ঘুষি! বেঘোরে প্রাণ খোয়াল দশম শ্রেণির ছাত্র
-
Feb 19, 2025 14:23 IST
West Bengal News Live: ক্ষমা চান মমতা
মহাকুম্ভকে 'মৃত্যু কুম্ভের' সঙ্গে তুলনা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি, মমতাকে নিশানা মোদী মন্ত্রীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মমতার এই মন্তব্যে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। বিজেপির পাশাপাশি সাধু সম্প্রদায়ও অসন্তোষ প্রকাশ করেছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জোরালো হচ্ছে।
-
Feb 19, 2025 14:04 IST
West Bengal News Live: বিধানসভায় ধুন্ধুমার
চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটন শিল্পের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে এদিন মুলতুবি প্রস্তাব জমা দেন বিজেপি বিধায়করা। তবে এদিন তা নিয়ে কোন আলোচনার অনুমতি দেন নি বিধানসভার অধ্যক্ষ। এরই প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। তাদের দাবি মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্ল্যাকার্ড হাতে বিধানসভার গেটে বসে পড়েন বিজেপি বিধায়করা। বিক্ষোভে সামিল শঙ্কর ঘোষ, বিশাল লাহা সহ অন্যান্যরা।
-
Feb 19, 2025 13:36 IST
West Bengal News Live: হাড়হিম মৃত্যু নিয়ে কী জানালো পুলিশ?
পথ দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে ট্যাংরায় এক বাড়ি থেকে উদ্ধার তিন মহিলার মৃতদেহ। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান, পরিবারিক কারণেই এমন ঘটনা যার সঙ্গে জড়িয়ে রয়েছে আর্থিক বিষয়। তিন মহিলার দেহ তিনটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। নাবালিকার শরীরে সেভাবে আঘাতের চিহ্ন মেলেনি। বাকি দুজনের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে খুন নাকি আত্মহত্যা। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে যান জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার।
-
Feb 19, 2025 12:24 IST
West Bengal News Live: বিরাট বিপাকে মমতা
মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভে'র সঙ্গে তুলনা মমতার! মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিজেপির পাশাপাশি সাধু সম্প্রদায়ও অসন্তোষ প্রকাশ করেছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জোরালো হচ্ছে।
-
Feb 19, 2025 11:37 IST
West Bengal News Live: তৃনমূল সাংসদের নাম করে ২ লক্ষ টাকার মোবাইল প্রতারণা
তৃনমূল সাংসদের নাম করে ২ লক্ষ টাকার মোবাইল প্রতারণা, গ্রেফতার দলেরই প্রাক্তন কাউন্সিলার। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ কীর্তি আজাদের নাম করে দুর্গাপুরের একটি নামি মোবাইলের দোকান থেকে প্রায় ১ লক্ষ ৯১ হাজার টাকার একটি দামি মোবাইল কেনেন তৃণমূল নেতা মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়। দোকানদারকে জানানো হয় তৃণমূল সাংসদের জন্যই মোবাইলটি কিনছেন তারা। অভিযোগ বিশাল অঙ্কের টাকার একটি চেক দেওয়া হলেও তা বাউন্স হয়ে যায়। গোটা ঘটনায় এরপর ওই দোকানি সরাসরি সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্পস্ট করে জানিয়ে দেন তিনি কাউকে কোন কোন মোবাইল কিনতে বলেন নি। সাংসদ নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপই গ্রেফতার হয় তৃণমূল নেতা ও তাঁর ছেলে।
-
Feb 19, 2025 11:06 IST
West Bengal News Live: সরকারি স্বাস্থ্য় পরিষেবা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে তুমুল ভর্ৎসনার মুখে রাজ্য
মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র উন্নয়ন মামলায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবা বেহাল দশা নিয়ে রাজ্য় সরকারকে তীব্র ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বললেন, ''মানুষই আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাই তাদেরকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের।''রাজ্য়ের সরকারি স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে হাইকোর্টের মন্তব্য ''আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়।'' -
Feb 19, 2025 11:01 IST
West Bengal News Live: প্রবল বৃষ্টির সম্ভাবনা রাজ্যে
আজ থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে চলবে টানা বজ্রপাত! কলকাতা-সহ উপকূলবর্তী প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পুর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
-
Feb 19, 2025 11:00 IST
West Bengal News Live: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০। প্ল্যাটফর্ম বদলের ঘোষণাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু। এনিয়ে রেল ও RPF-এর মধ্যে ভিন্ন সুর। ঘটনার পরের দিন সকালে দিল্লি পুলিশ জানিয়েছিল দুর্ঘটনায় মোট ১৮ জন নিহত হয়েছেন, কিন্তু এরপর যখন আরপিএফ এই বিষয়ে একটি প্রেস নোট জারি করে, তখন তাতে ২০ জনের মৃত্যুর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। আরপিএফের জারি করা এক প্রেস নোটে লেখা হয়েছে, 'মোট ৩০ জন আহত যাত্রীকে দিল্লির তিনটি হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে গেছেন এবং ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।'
-
Feb 19, 2025 10:58 IST
West Bengal News Live: হাসিনার পাল্টা ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। ইউনূসের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ তার সরকার ও দেশের অগ্রাধিকার বলেই বিবৃতিতে জানানো হয়েছে। ইউনূসের প্রেস সচিব শফিক-উল আলম বলেন, হাসিনাকে প্রত্যর্পণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, হাসিনাকে প্রত্যর্পণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। লক্ষ্য হলো বাংলাদেশের আইন অনুসারে তাঁকে বিচারের আওতায় আনা।
-
Feb 19, 2025 10:57 IST
West Bengal News Live: টানা চারদিন বন্ধ মেট্রো
বৃহস্পতিবার থেকে টানা চার দিনের জন্য বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। চরম দুর্ভোগের আশঙ্কা অফিস যাত্রীদের। মেট্রো সূত্রে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পূর্ব-পশ্চিম মেট্রো করিডোর (গ্রিন লাইনে) সিগন্যালিং সংক্রান্ত কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এই লাইনের সকল পরিষেবা বন্ধ থাকবে। যদিও মেট্রোর তরফে এটাও বলা হয়েছে ব্লু লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকবে। গ্রিন লাইন মেট্রো যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোর তরফে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। যাঁরা রোজ গ্রিন লাইনের মেট্রোতে চেপে অফিস যান তাঁদের এই কয়েকদিন বাস বা অন্য কোনও মাধ্যমে অফিসে যেতে হবে।
-
Feb 19, 2025 10:57 IST
West Bengal News Live: দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার
২৬তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়ার আইএএস জ্ঞানেশ কুমার। চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন এবং ২০২৬ সালে কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দায়িত্ব থাকবে তাঁর কাধেই।
-
Feb 19, 2025 10:44 IST
West Bengal News Live: ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু
সাতসকালেই খাস কলকাতায় তুমুল চাঞ্চল্য। ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু। পথ দুর্ঘটনার তদন্তে নেমে মিলল দেহের খোঁজ। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন ভোরে একটি গাড়ি রুবি হাসপাতালের মোড় থেকে অভিষিক্তার মোড়ের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ইএম বাইপাসের উপর কবি সুকান্ত মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা মারে। ঘটনার তদন্তে নেমে ট্যাংরার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিন মহিলার নিথর দেহ।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের হাতের শিরাকাটা অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে। একটি ঘর থেকেই তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিন জনের মধ্যে একজনের স্বামী দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে প্রাথমিল ভাবে জানা গিয়েছে ব্যবসায়িক ক্ষতির কারণে তিনজনই আত্মঘাতী হয়েছেন।
-
Feb 19, 2025 09:19 IST
West Bengal News Live: পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০। রেল ও RPF-এর মধ্যে ভিন্ন সুর। ঘটনার পরের দিন সকালে দিল্লি পুলিশ জানিয়েছিল দুর্ঘটনায় মোট ১৮ জন নিহত হয়েছেন, কিন্তু এরপর যখন আরপিএফ এই বিষয়ে একটি প্রেস নোট জারি করে, তখন তাতে ২০ জনের মৃত্যুর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়।