Advertisment

West Bengal News Highlights: বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ হিন্দুদের, ঢাকায় ফের ভারত বিরোধী স্লোগান

West Bengal News Highlights Today 31 Dec, 2024: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh News,Bangladesh Unrest,Bangladesh Crisis,Muhammud Yunus,BNP,west bengal news,বাংলাদেশ,মহম্মদ ইউনূস,বিএনপি,মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গণ অভ্ভুত্থানের ডাক

Bangladesh Crisis: বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছেই।

Latest West Bengal News Highlights : বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ হিন্দুদের। সিভিল সার্ভিস থেকে প্রায় ১৬৮ জন হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে।  মঙ্গলবার এমনটাই জানালেন সীমান্তের ওপারে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। পাশাপাশি ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটি থেকে উঠল ভারত বিদ্বেষী স্লোগান।

Advertisment

নতুন বছরে পর্যটকদের জন্য দুঃসংবাদ। ১ জানুয়ারি বন্ধ থাকছে সিকিমের নাথু লা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লা-তে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের। পর্যটকদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত ১ দিনের জন্যই।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের শীর্ষ আদালত যদি নিষিদ্ধ ঘোষণা না করে তবে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামি লিগ অংশ নিতে পারবে। সোমবার এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ, মঙ্গলবার সন্দেশখালিতে পাল্টা কম্রসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালিতে সভা-সমাবেশের মতো একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতার। সেইদিকে নজর থাকবে সবার।

Advertisment

এদিকে, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে সোমবার সন্ধ্যায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

  • Dec 31, 2024 16:43 IST
    West Bengal News Live:IC-কে চিঠি বনগাঁর পুরপ্রধানের

    "শাল, সোয়েটার-সহ অন্যান্য শীতবস্ত্র বিক্রির নামে করে এলাকায় বাইরের রাজ্য থেকে যারা ঢুকছেন, তাঁদের সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ নিন", রীতিমতো আশঙ্কার সুর উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ (Bongaon) পুরসভার পুরপ্রধানের গলায়। কাশ্মীর-সহ ভিনরাজ্য থেকে বনগাঁয় যাঁরা শীত বস্ত্র বিক্রি করছেন ও দোকান খুলেছেন তাঁদের সম্পর্কে সবরকম তথ্য খতিয়ে দেখার অনুরোধ করে বনগাঁ থানার আইসি-কে চিঠি লিখেছেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। 

    বিস্তারিত পড়ুন- Bongaon News: 'শাল বিক্রির আড়ালে জঙ্গি ঢুকছে না তো?', IC-কে চিঠি বনগাঁর পুরপ্রধানের



  • Dec 31, 2024 16:40 IST
    West Bengal News Live: বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ হিন্দুদের, ঢাকায় ভারত বিরোধী স্লোগান

    বাংলাদেশে সরকারি চাকরিতে কোপ হিন্দুদের। সিভিল সার্ভিস থেকে প্রায় ১৬৮ জন হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে।  মঙ্গলবার এমনটাই জানালেন সীমান্তের ওপারে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ। পাশাপাশি ঢাকায় ছাত্রদের মার্চ ফর ইউনিটি থেকে উঠল ভারত বিদ্বেষী স্লোগান। 



  • Dec 31, 2024 15:37 IST
    West Bengal News Live: বন্ধ নাথুলা

    বাংলার পড়শি রাজ্য সিকিমের নাথুলা, বাবা মন্দির,ছাঙ্গু, গুরুদোংমার লেক থেকে শুরু করে বিভিন্ন তল্লাট ভ্রমণরসিকদের দারুণ পছন্দের। বছরের অন্যান্য সময়ে তো বটেই, এই শীতকালেও সিকিমে কাতারে কাতারে পর্যটক ভিড় জমান। সিকিমের নাথুলা বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। আগামীকাল অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের এই নাথুলায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

    বিস্তারিত পড়ুন- Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র



  • Dec 31, 2024 15:35 IST
    West Bengal News Live: বাদ লগ্নজিতা

    কলকাতার এক তৃণমূল কাউন্সিলরের বর্ষবরণের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে ডাক পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty)। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে অনুষ্ঠান থেকে বাদ পড়লেন শিল্পী। লগ্নজিতার এভাবে অনুষ্ঠান থেকে বাদ পড়ার পেছনে কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রভাব দেখছে রাজনৈতিক মহল! আরজি কর (RG Kar) কাণ্ড নিয়ে পথে নামায় সম্প্রতি রাজ্যের শিল্পী মহলের একাংশের কড়া সমালোচনায় সোচ্চার হন কুণাল ঘোষ। এমনকী আরজি করের প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটেরও ডাক দিয়েছেন তৃণমূল নেতা। ঠিক এই পরিস্থিতিতে এবার গানের অনুষ্ঠানে ডাক পেয়েও লগ্নজিতার এভাবে বাদ পড়ার বিষয়টিতে কুণাল ঘোষের সেই মন্তব্যের প্রভাব থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

    বিস্তারিত পড়ুন- Lagnajita Chakraborty-Kunal Ghosh: বর্ষবরণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও বাদ লগ্নজিতা, নেপথ্যে কুণাল-রোষ?



  • Dec 31, 2024 15:33 IST
    West Bengal News Live: ভয়াবহ দুর্ঘটনা

    মালদহে জেলাশাসকের দপ্তরের সামনে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত পাঁচজন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের একের পর এক ধাক্কা মারে সরকারি দপ্তরের বোর্ড লাগানো গাড়ি। এরপর গাড়িতে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যায়। গাড়ি থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। জনবহুল ওই এলাকায় দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় গুরুতর জখম মহিলা, শিশু-সহ পাঁচজন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। 



  • Dec 31, 2024 15:32 IST
    West Bengal News Live: নতুন বছর থেকেই দিঘায় বদলাচ্ছে অনেক নিয়ম

    বাঙালির বরাবরের পছন্দের ডেস্টিনেশন সমুদ্রনগরী দিঘা (Digha)। পর্যটন শহর দিঘায় নতুন বছর ২০২৫ থেকে হোটেল মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা চালু করেছে প্রশাসন। পর্যটকদের আর সহজ ও সুন্দর পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেই সঙ্গে তৎপর দিঘা হোটেল অ্যাসোসিয়েশনও।নতুন বছরে DSDA এবং দিঘার হোটেলমালিকরা যৌথ আলোচনার ভিত্তিতে নতুন নিয়ম চালু করছে।

    বিস্তারিত পড়ুন- Digha: নতুন বছর থেকেই দিঘায় বদলে যাচ্ছে অনেক নিয়ম, সমস্যা এড়াতে বিশদে জানুন



  • Dec 31, 2024 13:24 IST
    West Bengal News Live: তেলেঙ্গাবাগানে ২ বাসের রেষারেষি, আহত এক, ভাঙচুর স্থানীয়দের

    তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে দুর্ঘটনা। গুরুতর আহত একজন, ভর্তি করা হয়েছে আরজি কর হাসপাতালে। এলাকায় উত্তেজনা, বাসে ভাঙচুরও চালান স্থানীয় বাসিন্দারা।



  • Dec 31, 2024 12:48 IST
    West Bengal News Live: ফের জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতারি রাজ্যে

    ফের জঙ্গিযোগের অভিযোগে গ্রেফতারি রাজ্যে। মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেফতার ২ যুবক। ধৃত দু'জনের মধ্যে একজন কেরল থেকে জঙ্গি যোগে গ্রেফতার হওয়া ধৃত শাদ রাডির পিসতুতো ভাই বলে জানা গিয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের। জঙ্গিদের জাল এরাজ্যে আর কোথায় কোথায় বিছানো রয়েছে তা জানার মরিয়া চেষ্টায় পুলিশকর্তারা। ইতিমধ্যেই ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর।



  • Dec 31, 2024 12:39 IST
    West Bengal News Live: সন্দেশখালিতে শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ

    আজ, মঙ্গলবার সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। সভার জন্য আগেই সন্দেশখালি থানায় আবেদন জানিয়েছিল বিজেপি। যে মাঠে সভা হওয়ার কথা ছিল, সেটা সরকারি জমি। সরকারি জমিতে সভা করতে গেলে সম্মতিপত্র লাগে, সেই সম্মতিপত্র সময়মতো দেওয়া হয়নি। এছাড়া কত লোক হবে সভায় সেসম্পর্কেও কোনও কথা জানানো হয়নি পুলিশকে। 



  • Dec 31, 2024 11:55 IST
    West Bengal News Live: দুর্গম এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ২৬ জানুয়ারি দুর্গম এলাকায় ফের দুয়ারে সরকার শিবির হবে। মূলত জাতি শংসাপত্রের জন্য পরিষেবা প্রদানের কর্মসূচি নেওয়া হচ্ছে। সোমবার সন্দেশখালি থেকে এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 



  • Dec 31, 2024 11:36 IST
    West Bengal News Live: বর্ষবরণের রাত থেকেই নামবে পারদ, জাঁকিয়ে শীত কবে?

    বছরের শেষ দিনে শীতের ভরপুর আমেজ রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ রাত থেকেই তাপমাত্রা আরও নামবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামিকাল বুধবার রাতের তাপমাত্রা ২ থেকে ৪° পর্যন্ত নেমে যেতে পারে। আগামী বৃহস্পতি এবং শুক্রবারেও পারদ আরও নামার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে নতুন বছর শুরুর সময়টায় ভাল মতো ঠান্ডার মেজাজ দেখবে বাংলা। বর্ষবরণের রাতে অর্থাৎ আজ রাতে হালকা শীতের পরশ থাকবে।



  • Dec 31, 2024 11:21 IST
    West Bengal News Live: পর্যটকদের জন্য দুঃসংবাদ, বন্ধ থাকছে সিকিমের এই পর্যটনস্থল

    নতুন বছরে পর্যটকদের জন্য দুঃসংবাদ। ১ জানুয়ারি বন্ধ থাকছে সিকিমের নাথু লা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লা-তে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের। পর্যটকদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত ১ দিনের জন্যই।



  • Dec 31, 2024 10:41 IST
    West Bengal News Live: দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী মমতা

    এডিআর-এর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই মুহূর্তে দেশের সবচেয়ে 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ টাকা। অন্যদিকে সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে 'ধনী' মুখ্যমন্ত্রীর নাম অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা, এমনই তথ্য তুলে ধরেছে এডিআর। 



  • Dec 31, 2024 09:12 IST
    West Bengal News Live: বাংলাদেশের নির্বাচনে আওয়ামি লিগ কি অংশ নিতে পারবে?

    মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের শীর্ষ আদালত যদি নিষিদ্ধ ঘোষণা না করে তবে বাংলাদেশের জাতীয় সংসদের ভোটে আওয়ামি লিগ অংশ নিতে পারবে। সোমবার এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।



  • Dec 31, 2024 08:49 IST
    West Bengal News Live: হিন্দু পরিচয়ে আত্মগোপন বাগদায়, পুলিশের জালে বাংলাদেশি যুবক

    বাংলাদেশের মেহবুব হাসান রাসেল। অবৈধ ভাবে ভারতে এসে পরিচয় বদলে হয়ে গেলেন রাহুল মণ্ডল। ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে বানিয়ে ফেলেছিল ভারতীয় গুরুত্বপূর্ণ নথি। দুই বছর পর বাংলাদেশি ওই যুবককে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার পুলিশ। সোমবার সকালে তাঁকে বাগদার কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মাসুদ মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। 



  • Dec 31, 2024 08:20 IST
    West Bengal News Live: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে জিনাত

    ঘুমপাড়ানি গুলির ঘোর কেটেছে জিনাতের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাঘিনী। আলিপুর চিড়িয়াখানার হাসপাতালে তার শারীরিক পরিস্থিতির উপরে সর্বক্ষণ নজর রাখছেন ‘কিপার’-সহ পশু চিকিৎসকেরা।



  • Dec 31, 2024 08:18 IST
    West Bengal News Live: বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ জন বাংলার মৎস্যজীবী

    বাংলাদেশ থেকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরত পাঠাচ্ছে ইউনূস সরকার। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে সুন্দরবনের ওই মৎস্যজীবীরা বাংলাদেশে ঢুকে পড়ে বলে অভিযোগ উঠেছিল। তাদের গ্রেফতার করে বাংলাদেশ নৌবাহিনী।



  • Dec 31, 2024 08:18 IST
    West Bengal News Live: ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

    সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে সোমবার সন্ধ্যায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।



  • Dec 31, 2024 08:17 IST
    West Bengal News Live: মমতার পাল্টা আজ সন্দেশখালিতে শুভেন্দু

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজ, মঙ্গলবার সন্দেশখালিতে পাল্টা কম্রসূচি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালিতে সভা-সমাবেশের মতো একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি নেতার। সেইদিকে নজর থাকবে সবার।



Suvendu Adhikari Bangladesh Crisis Suvendu Adhikary Mamata Banerjee Royal Bengal Tiger West Bengal News
Advertisment