Afghanistan Road Accident: বুক কাঁপানো মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিলে হাহাকার, ঝলসে প্রাণ হারালেন ৫০-এর বেশি

Afghanistan Road Accident:ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

Afghanistan Road Accident:ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

author-image
IE Bangla Web Desk
New Update
আফগানিস্তান সড়ক দুর্ঘটনা, আফগানিস্তান বাস দুর্ঘটনা, হেরাত দুর্ঘটনা, আফগানিস্তান বাস ট্রাক সংঘর্ষ, আফগানিস্তান অভিবাসী দুর্ঘটনা, ইরান ফেরত অভিবাসী আফগান, আফগানিস্তান হাইওয়ে দুর্ঘটনা, আফগানিস্তান খবর, Afghanistan bus accident, Herat accident, Afghan refugees accident, Afghanistan road accident news

বুক কাঁপানো মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুমিছিলে হাহাকার, ঝলসে প্রাণ হারালেন ৫০-এর বেশি

Afghanistan Road Accident: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ।

Advertisment

পশ্চিম আফগানিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। হেরাত প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭০ জনেরও বেশি মানুষ। ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। যার ফলে বাসটিতে আগুন লেগে যায়। স্থানীয় পুলিশ ও প্রাদেশিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হেরাত প্রদেশের পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও বাস চালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক কর্মকর্তা মহম্মদ ইউসুফ সাঈদী জানিয়েছেন, বাসটিতে সম্প্রতি ইরান থেকে নির্বাসিত আফগান নাগরিকরা ছিলেন এবং তারা রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। নিহতদের অধিকাংশই ওই বাসের যাত্রী। ট্রাকে থাকা দু’জন এবং মোটরসাইকেলে থাকা আরও দু’জনও নিহত হয়েছেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। ফলে বহু যাত্রী আগুনে ঝলসে মারা যান।

Advertisment

আরও পড়ুন- SIR আবহে নয়া মোড়! ভোট কর্মীদের নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য-কমিশন সংঘাত সপ্তমে, কী বলছে আইন?

২০১৬ সালের মে মাসে কান্দাহার–কাবুল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় অন্তত ৭৩ জন নিহত হয়েছিলেন এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছিলেন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী ও শিশুও ছিল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতি এবং বাস চালকের গাফিলতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ জানিয়েছে, প্রথমে বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এরপর তা জ্বালানি বহনকারী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তেই আগুন ধরে যায় বাস ও ট্রাকে। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী পুড়ে মারা যান।

উল্লেখ্য, ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন, আগামী মার্চের মধ্যে প্রায় ৮ লাখ আফগান নাগরিককে দেশ থেকে ফেরত পাঠানো হবে। সেই বৃহৎ বহিষ্কৃত শরণার্থীর একটি অংশই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আরও পড়ুন-রাজধানীতে হুলস্থূল! একের পর এক স্কুলে বোমা হামলার হুমকি, পড়ুয়া-অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক

Road Accident Afganistan