School Bomb Threat: রাজধানীতে হুলস্থূল! একের পর এক স্কুলে বোমা হামলার হুমকি, পড়ুয়া-অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক

School Bomb Threat: রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! বুধবার সকালে ই-মেলের মাধ্যমে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়।

School Bomb Threat: রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! বুধবার সকালে ই-মেলের মাধ্যমে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi school bomb threat

দিল্লিতে ৫০টি স্কুলে বোমা হামলার হুমকি

School Bomb Threat: রাজধানী দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক! বুধবার সকালে ই-মেলের মাধ্যমে দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে রীতিমত হুলস্থূল পড়ে যায়। 

Advertisment

রাজধানী দিল্লির একের পর স্কুলে ফের নতুন করে বোমাতঙ্কের জেরে তোলপাড় পড়ে গিয়েছে। বুধবার (২০ অগস্ট) ফের নতুন করে আতঙ্ক ছড়াল, একসঙ্গে ৫০টিরও বেশি স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ পুলিশকে জানালে, বোম ডিসপোজাল স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা স্কুলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

আরও পড়ুন- বাড়িতে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে সপাটে চড়, অভিযুক্তের পরিচয় জানেন?

Advertisment

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সংস্থাগুলি অ্যাকশনে নামে। হুমকি ই-মেলকে ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ, ডগ স্কোয়াড, বোম স্কোয়াড এবং অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে। এর আগেও গত ১৮ অগস্ট দিল্লির দ্বারকার তিনটি স্কুল-সহ মোট ৩২টি স্কুলে একইভাবে বোমা হুমকির ই-মেল পাঠানো হয়েছিল। আতঙ্কে পড়ুয়াদের সরিয়ে নিতে হয়েছিল স্কুল কর্তৃপক্ষকে। যদিও পরে সবই ভুয়ো বলে প্রমাণিত হয়।

শুধু তাই নয়, ১৮ জুলাইও একসঙ্গে একাধিক স্কুলে বোমা হামলার ভুয়ো হুমকি আসে। পুলিশ তৎক্ষণাৎ প্রোটোকল মেনে ডগ স্কোয়াড, বোম স্কোয়াড ও অগ্নিনির্বাপক দল পাঠিয়ে তল্লাশি চালায়। তারও আগে, ১৬ জুলাই দক্ষিণ দিল্লির বসন্ত ভ্যালি স্কুল এবং দ্বারকার সেন্ট থমাস স্কুলে হুমকি ই-মেল পাঠানো হয়। 

১৪ জুলাই চাণক্যপুরীর নেভি স্কুল, দ্বারকার সিআরপিএফ স্কুল এবং রোহিনীর একটি স্কুলেও বোমা হামলার হুমকি ইমেল আসে। তবে তদন্তে প্রতিবারই দেখা গিয়েছে, হুমকিগুলি সম্পূর্ণ ভুয়ো। তবুও বারবার একই ধরনের ঘটনার জেরে আতঙ্কের আবহ তৈরি হয়েছে রাজধানীর স্কুল ও অভিভাবকদের মধ্যে। 

আরও পড়ুন- ভয়াবহ কম্পনে দুলে উঠল দেশ! তীব্র আতঙ্কে ঘরছাড়া মানুষজন

পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ডিএভি পাবলিক স্কুল, দুন পাবলিক স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হুমকি মেইল পৌঁছেছে। ওই মেইলে প্রেরকের নাম দেখা গিয়েছে ‘Terrorizers 111’ এবং সেখানে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

delhi Bomb Threat