/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
ব্যাপক ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল আফগানিস্তান
Afghanistan Earthquake: ব্যাপক ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল আফগানিস্তান। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কাবুল থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে আঘাত হানে ৪.৬ মাত্রার ভূমিকম্প। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা ৪৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।
আরও পড়ুন- অপুষ্টি, অশিক্ষার বিরুদ্ধে জারি নিরলস লড়াই, শিক্ষকের এই বিরামহীন সংগ্রামকে ধন্য ধন্য করছেন বাংলার মানুষ
এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নানগরহর প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ১৪ কিলোমিটার পূর্বে আঘাত হানে ৫.৬ মাত্রার ভূমিকম্প। তারও আগে, রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে আছড়ে পড়ে ৬.০ মাত্রার প্রবল ভূমিকম্প, যার জেরে আফগানিস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি মৃত্যু হয় শ'য়ে শ'য়ে মানুষের।
সরকারি পরিসংখ্যান অনুসারে রবিবার গভীর রাতে একের পর এক ভূমিকম্পে এখনও পর্যন্ত ২,২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩,৬০০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে।
উল্লেখযোগ্যভাবে, আফগানিস্তানের অধিকাংশ বাড়িঘর নিচু কাঠামোর, যা কংক্রিট, ইট অথবা গ্রামীণ অঞ্চলে মাটি ও কাঠ দিয়ে তৈরি। ফলে ভূমিকম্পের আঘাত সইতে না পেরে বাড়িগুলি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
আরও পড়ুন-কীভাবে শুরু হল 'শিক্ষক দিবস', জানুন এই বিশেষ দিনের গুরুত্ব ও তাৎপর্য!
ভূতাত্ত্বিকদের মতে, আফগানিস্তান হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত হওয়ায় এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। ইউরেশিয়ান প্লেট ও ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষ ও নড়াচড়ার ফলে মাটির নীচে চাপ তৈরি হয়। সেই চাপ হঠাৎ বেড়ে গেলে ঘটে ধ্বংসাত্মক ভূমিকম্প। আফগানিস্তানে পরপর একাধিক কম্পনে ফের আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরা মানুষ আবারও আশঙ্কায় দিন কাটাচ্ছেন।