Ahead of Gangasagar Mela India Bangladesh water border is under strict surveillance by Coast Guard: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। সেই মেলার আগে সমুদ্রে কড়া নজরদারি উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনীর। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন (Sundarbans) জল সীমানার দিকে দিকে কড়া নজর রয়েছে উপকূল রক্ষী বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদের।
অশান্ত পরিস্থিতি বাংলাদেশে (Bangladesh)। ওপার বাংলার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ মিলছে অহরহ। শেখ হাসিনা সরকারের অবসানের পর চূড়ান্ত নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বাংলাদেশে। গত কয়েক মাসে সে দেশের বিভিন্ন জেল থেকে মুক্ত হয়েছে বহু জঙ্গি। বাংলাদেশের জেল থেকে মুক্ত হওয়া জঙ্গিরাই ঢুকে পড়তে পারে এদেশে। ইতিমধ্যেই এদেশের বিভিন্ন রাজ্য থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অনেকের সঙ্গেই বাংলাদেশের যোগসূত্র পেয়েছেন গোয়েন্দারা। তারপরেই চূড়ান্ত তৎপরতা ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে।
সামনেই গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ পুন্যার্থী ফি বছর ঢল নামায় সাগরবেলায়। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আগে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ। বিস্তীর্ণ এই জল সীমানা জুড়ে উপকূল রক্ষী বাহিনী এবং নৌ বাহিনীর পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সাগর ও নদীতে চলছে সার্চিং অপারেশন এবং পেট্রোলিং।
আরও পড়ুন- West Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? বাংলাদেশের চট্টগ্রামের আদালতে নজর
দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, সাগরে চলছে পেট্রোলিং। মৎস্যজীবীদের ট্রলারগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। মৎস্যজীবীদের সব সময় বৈধ পরিচয় পত্র এবং লাইসেন্স সঙ্গে রাখতে বলছে পুলিশ। জলপথে অচেনা কিছু চোখে পড়লে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের মৎস্যজীবীদের।
আরও পড়ুন- Birbhum News: জেল-ফেরত কেষ্ট এখন ব্রাত্য! ৫ কেজির রূপোর মুকুটে 'কাজল-বরণ' নানুরে