Latest West Bengal News Highlights: গত কয়েক মাসে বাংলাদেশের (Bangladesh) অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে জঙ্গি তৎপরতা বেড়েছে এ রাজ্যে। জঙ্গি দমন অভিযানে নেমে অসম পুলিশ যে ১২ জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দু'জন। এবার সেই দু'জনের সঙ্গে রাজ্যের জেলে বন্দি বেশ কয়েকজন জঙ্গির যোগসূত্র পেয়েছেন গোয়েন্দারা, এমনই খবর সংবাদমাধ্যম সূত্রে। শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বহু জঙ্গি মুক্ত হয়েছে। তাদেরই কয়েকজন সীমান্ত পেরিয়ে এরাজ্যে ঢুকেছে বলেও সন্দেহ গোয়েন্দাদের।
এদিকে, কালীঘাটের কাকুর (Kalighater Kaku) শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে এখনও সংকট কাটেনি সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujaykrishna Bhadra)। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। জেলেই অচৈতন্য হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি গত সোমবার SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শেই পরবর্তী সময়ে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কালীঘাটের কাকুকে।
অন্যদিকে, আরজি কর (RG Kar) কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে এবার 'মিসড কল' আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন কান্ডের পর চার মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও ন্যায় বিচার মেলেনি। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI-এর ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আরজি কর আন্দোলন জিইয়ে রাখতে এবার 'মিসড কল' আন্দোলনের পথে জুনিয়র ডাক্তাররা। বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ ব্যাপারে জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ১৮০০-১২১২-৯১৬ এই নম্বরে 'মিসড কল' দিয়ে সকলকে আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন ওই চিকিৎসকরা।
-
Jan 02, 2025 18:26 ISTWest Bengal News Live: রেশন দুর্নীতি কাণ্ডে আদালতে প্রশ্নের মুখে ইডি
রেশন দুর্নীতিকাণ্ডে তিন জনের গ্রেফতারি নিয়ে আদালতে বৃহস্পতিবার আবারও প্রশ্নের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হিতেশ ছন্দক, সুব্রত ঘোষ এবং শান্তনু ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার পরে গত ৯ দিন ধরে জেরা করে নতুন কী তথ্য পেয়েছে ইডি, তা জানতে চেয়েছেন বিচারক। কেন্দ্রীয় এজেন্সি তাঁদের আরও ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চাইলে বিচারক জানান, সংবাদমাধ্যমের খবরের জন্য হেফাজতে পাঠানো যাবে না।
-
Jan 02, 2025 17:24 ISTWest Bengal News Live: বঙ্গবন্ধু মুজিব নন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকারী জিয়াউর রহমান
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন। বদলে গেল ঘোষণাকারীর নাম। বাংলাদেশে ছোটদের নতুন পাঠ্যবই চালু হয়েছে ২০২৫ সাল থেকে। সেখানে দেশের স্বাধীনতার ঘোষণাকারী হিসাবে রয়েছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের নাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে তিনি বাংলাদেশের সেনা মেজর ছিলেন।
-
Jan 02, 2025 16:06 ISTWest Bengal News Live: প্রাথমিকে সেমিস্টার নয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত বাতিল করে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারের শীর্ষস্তরের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই নিজেদের মতো করে প্রাথমিকে সেমিস্টারের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ, একথা জানিয়ে সেমিস্টার বাতিল করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই ইস্যুতে এদিন মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: প্রাথমিকে সেমিস্টার নয়, পর্ষদের সিদ্ধান্ত বাতিল ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধমক শিক্ষামন্ত্রীকে
-
Jan 02, 2025 15:33 ISTWest Bengal News Live: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
এবার রাজ্যের বাংলা এবং ইংরেজি মাধ্যম দুটি ক্ষেত্রের স্কুলের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তি। রাজ্যের সমস্ত সরকারি স্কুলের জন্য হবে এই নিয়োগ। WBPSC সহকারি শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অবশেষে WBPSC সহকারি শিক্ষক এবং শিক্ষিকার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিস্তারিত পড়ুন- WBPSC: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের যোগ্য কারা? জানুন বিশদে
-
Jan 02, 2025 15:31 ISTWest Bengal News Live: নদীতে ভাঁটা পড়তেই দেখা মিলল বিশালাকৃতির তিমির
মুড়িগঙ্গা নদীতে ভাঁটা পড়তেই দেখা মেলে এক বিশালাকৃতির তিমির। সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় তিমিটি দেখতে পাওয়া যায়। গ্রামবাসীদের মধ্যে হুলস্থূল পড়ে যায়। প্রচুর গ্রামবাসী তিমি দেখতে ভিড় জমান। পরে প্রায় ১৫ জন মিলে তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যাওয়া হয়। গায়ে জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায়। প্রায় ২০ ফুটের তিমি অতীতে কখনও এই এলাকায় দেখা যায়নি। মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি এলো কোথা থেকে তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকি এই নদীতে এত বড় তিমি দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীদের অনুমান তিমিটি অসুস্থ রয়েছে।
-
Jan 02, 2025 14:25 ISTWest Bengal News Live:নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের পিছল চার্জ গঠন
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র দায়ের করা মামলায় চার্জ গঠন প্রক্রিয়া ফের পিছিয়ে গেল। এই মামলায় অন্যতম অভিযুক্ত 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতার দরুন আদালতে হাজির করানো যায়নি তাঁকে। তাই এই মামলার চার্জ গঠন প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেল। আগামী ৬ জনুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।
-
Jan 02, 2025 14:03 ISTWest Bengal News Live:দলের নেতা খুনে মমতার নিশানায় পুলিশ
শুক্রবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। তাঁর নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার দুই সদস্যকে তড়িঘড়ি মালদা যেতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দলের নেতা খুনে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের গাফিলতিতে এই ঘটনা বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
-
Jan 02, 2025 13:52 ISTWest Bengal News Live:অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা মমতার
ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় BSF। অনুপ্রবেশ ইস্যুতে সীমান্তরক্ষী বাহিনীকে আবারও কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠকে কেন্দ্রের এই বাহিনীকে তুলোধনা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারকে বদনাম করতেই সীমান্তে বিএসএফ 'অ্যাডজাস্ট' করে লোক ঢোকাচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে আজই সীমান্তরক্ষী বাহিনীকে বিঁধে খানিকটা একই মন্তব্য শোনা গিয়েছে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'সীমান্ত পেরিয়ে এসে খুন করে চলে যাচ্ছে', অনুপ্রবেশ ইস্যুতে BSF-কে তুলোধনা মমতার
-
Jan 02, 2025 12:58 ISTWest Bengal News Live: বিস্ফোরক অভিযোগ অভিষেকের
"বাংলার পুলিশ সাহায্য না করলে কোনও জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গি ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে।" ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jan 02, 2025 12:02 ISTWest Bengal News Live: মালদহে শুটআউট
মালদহে শুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর ও দলের প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। ঝলঝলিয়া এলাকায় একটি বাইকে করে তিনজন গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। সংকটজনক পরিস্থিতিতে আনা হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
-
Jan 02, 2025 11:28 ISTWest Bengal News Live: চিন্ময়কৃষ্ণ দাসের জামিন খারিজ
হল না জামিন। গত এক মাসেরও বেশি দিন ধরে জেলবন্দী সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি ছিল। জামিনের আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের আদালত। আপাতত জেলেই থাকতে হবে ইসকনের সন্ন্যাসীকে।
-
Jan 02, 2025 11:02 ISTWest Bengal News Live: ভোটের সময় উড়ে এসে জুড়ে বসি না: অভিষেক
"নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই বছর কোনও নির্বাচন নেই। কোভিডেও আমরা পাশে ছিলাম। কোভিডের সময় ১০ দিনে পজিটিভিটি রেট ১২ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে এনেছিলাম। চেষ্টা করেছি পাশে থাকার, কাজ করার। গত লোকসভা ভোটে এই এলাকার মানুষ ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতিয়ে আমাকে জিতিয়েছেন। আমার দায়িত্ব পরিষেবা দেওয়ার। কোনও জন প্রতিনিধি এই কর্মসূচি করতে চাইলে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব।" আজ ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করে বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
-
Jan 02, 2025 10:46 ISTWest Bengal News Live: চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানিতে ১১ আইনজীবী
চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আজ মামলা লড়বেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তাঁর নেতৃত্বে ১১ আইনজীবীর দল আজ চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের পক্ষে জামিন সওয়াল করবেন। গতকালই আদালত থেকে ওকালতনামা সংগ্রহ করেছেন অপূর্ব কুমার ভট্টাচার্য। চিন্ময়কৃষ্ণ দাসের আগের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন।
-
Jan 02, 2025 09:57 ISTWest Bengal News Live: আজ ডায়মন্ড হারবারে অভিষেক
নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবির আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।
শিবির শুরু হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। তারই উদ্বোধনে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার এসডিও মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়' মডেল ক্যাম্প উদ্বোধন করবেন তিনি। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ১ ও ২ নম্বর ব্লকের কয়েকটি স্বাস্থ্যশিবির সশরীরে ঘুরেও দেখবেন। সাংসদের উদ্যোগে 'সেবাশ্রয়' স্বাস্থ্যশিবিরগুলিতে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, তৎক্ষণাৎ ডায়গনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক ও অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বাস্থ্যশিবিরগুলি চালু থাকবে।ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় মোট ৪১টি স্বাস্থ্যশিবির চলবে। ডায়মন্ড হারবারের পর তাঁর লোকসভার অধীন অন্য ৬টি বিধানসভা কেন্দ্রগুলিতেও নির্দিষ্ট দিনে 'সেবাশ্রয়' প্রকল্পের স্বাস্থ্য শিবিরগুলি চালু হবে।
মোট ৭৫ দিন ধরে চলবে এই ক্যাম্পগুলি। -
Jan 02, 2025 09:52 ISTWest Bengal News Live: শওকতের বিরুদ্ধে থানায় নালিশ আরাবুলের
বিধায়ক শওকত মোল্লার নির্দেশে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ আরাবুল ইসলাম। এমনকী অভিযোগ পত্রে দুষ্কৃতী তালিকায় খোদ স্থানীয় পঞ্চায়েত প্রধান শেখ সাবির আলি সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোমিনুল ইসলাম এবং বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যের নাম উল্লেখ করেন আরাবুল। আরাবুল দলেরই নেতাদের দুষ্কৃতী তালিকায় নাম নথিভুক্ত করার পাশাপাশি অভিযোগ পত্রে প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন।
-
Jan 02, 2025 09:45 ISTWest Bengal News Live: রূপোর মুকুটে 'কাজল-বরণ' নানুরে
বীরভূমের নানুরের বাসাপাড়ার মিলনমেলা। এতদিন যার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুগামীদের হাতে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হওয়া এই মেলার উদ্বোধক হিসেবে বছরের পর বছর ধরে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতি ছিল স্বাভাবিক চিত্র। কখনও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে রূপোর তরোয়াল। জেলে যাওয়ার আগে এই মেলাতেই অনুব্রত ‘উপহার’ হিসাবে পেয়েছেন ২ কেজি ওজনের রূপোর মুকুট। তবে এবছর মেলার মধ্যমণি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh) ।
বিস্তারিত পড়ুন- Birbhum News: জেল-ফেরত কেষ্ট এখন ব্রাত্য! ৫ কেজির রূপোর মুকুটে 'কাজল-বরণ' নানুরে
-
Jan 02, 2025 08:36 ISTWest Bengal News Live: কম্বল আর খিচুড়ির জন্য উপচে পড়া ভিড়
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে একটা কম্বল আর একটু খিচুড়ি পাওয়ার জন্য উপচে পড়ল গ্রামবাসীদের ভিড়। আর সেই ভিড়ে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো। সংশ্লিষ্ট এলাকার একটি পরিত্যক্ত দেওয়াল ভেঙে গুরুতর জখম হলেন পাঁচ মহিলা সহ সাতজন। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় নিকটবর্তী সরকারি হাসপাতালে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা এলাকায়।
-
Jan 02, 2025 08:34 ISTWest Bengal News Live: বাইক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, ঘটনাস্থলেই মৃত্যু হল তিনজনের। মৃতদের নাম রাজকুমার হালদার (২৭), গোপেস্বর হালদার (২৬), বিশ্ব নস্কর (২৩)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানার বেলেদূর্গানগর পঞ্চায়েতের দাঁরা বাটরা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বকুলতলা ও জয়নগর থানার পুলিশ। দেহ তিনটিই উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় তিনজন ছিল বাইকে। কারও মাথায় হেলমেট ছিল না। জোরে বাইক চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে বাইক। এর ফলেই এই দুর্ঘটনা। তিন জনের বাড়ি বকুলতলা থানা এলাকাতেই।
-
Jan 02, 2025 08:33 ISTWest Bengal News Live: কলকাতাতেও ১০-এর নীচে নামবে পারদ?
নতুন বছরের শুরু থেকেই ঠান্ডার জোরালো দাপট শুরু। শহর থেকে জেলা সর্বত্র শীতের কামড় অব্যাহত। বুধবার বছরের প্রথম দিনের পর বৃহস্পতিবারেও হাড়কাঁপানো শীত রাজ্যের সর্বত্র। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী দিন সাতেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। দিন কয়েকেই আরও নামবে কলকাতার পারদ? জেনে নিন ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather:কাঁপানো শীত বঙ্গে, কলকাতাতেও ১০-এর নীচে নামবে পারদ? বৃষ্টির সম্ভাবনা কোথায়?
-
Jan 02, 2025 08:31 ISTWest Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস?
জামিন মিলবে বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের? আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালতে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি হওয়ার কথা। তবে তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে আজ চট্টগ্রামের আদালতে আদৌ চিন্ময়কৃষ্ণ মামলার শুনানি হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।