Birbhum-Tmc-Anubrata Mondal-Kajal sheikh: বীরভূমের নানুরের বাসাপাড়ার মিলনমেলা। এতদিন যার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) অনুগামীদের হাতে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হওয়া এই মেলার উদ্বোধক হিসেবে বছরের পর বছর ধরে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতি ছিল স্বাভাবিক চিত্র। কখনও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে রূপোর তরোয়াল। জেলে যাওয়ার আগে এই মেলাতেই অনুব্রত ‘উপহার’ হিসাবে পেয়েছেন ২ কেজি ওজনের রূপোর মুকুট। তবে এবছর মেলার মধ্যমণি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajal Sheikh) ।
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) কেষ্ট মণ্ডল জেলে যাওয়ার আগে অবধি তাঁকে নানুরের মেলায় এই 'ভেট' দেওয়ার নেপথ্যে ছিলেন অনুব্রত অনুগামী বীরভূম জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ কেরিম খান। কিন্তু সেই ‘রীতি’তে এবার তাল কেটেছে। অনুব্রতর আসন ‘অলংকৃত’ করে এবার ৫ কেজি ওজনের রূপোর মুকুট পেয়েছেন দলের জেলা সভাপতির বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ১ জানুয়ারিতে সেই মেলারই উদ্বোধন হয়েছে। মেলায় কাজলকে রাজকীয় সংবর্ধনা ঘিরে জেলার তৃণমূল রাজনীতি সরগরম।
কেষ্টর বদলে নানুরের বাসাপাড়ার মিলনমেলায় কাজলের উপস্থিতি ও তাঁকে রাজকীয় ঢঙে সংবর্ধনা বীরভূমের রাজনীতিতে তৃণমূলের অন্দরের কোন্দলটা প্রকাশ্যে এনে দিয়েছে।
আরও পড়ুন- West Bengal Weather:কাঁপানো শীত বঙ্গে, কলকাতাতেও ১০-এর নীচে নামবে পারদ? বৃষ্টির সম্ভাবনা কোথায়?
এতদিন এই মেলায় যাকে মধ্যমণি করা হত সেই জেল-ফেরত দলের সভাপতি অনুব্রত মণ্ডল আমন্ত্রিত থাকলেও মেলায় তিনি উপস্থিত হননি। এমনকী গত কয়েক বছর ধরে নানুরের এই মেলায়র মূল আয়োজক যে তৃণমূল নেতারা ছিলেন তাঁদেরও অনেকে এবারের মেলায় গরহাজির ছিলেন।
আরও পড়ুন- West Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? বাংলাদেশের চট্টগ্রামের আদালতে নজর
নানুরের বাসাপাড়ার মিনলমেনার উদ্বোধন করেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখে। এই মেলার উদ্বোধনের পর কাজল বলেন, ‘‘মিলন মেলা মিলনক্ষেত্র। সাতদিন ধরে সবাই আনন্দ উপভোগ করবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই মেলায়।’’