/indian-express-bangla/media/media_files/2025/06/12/P0jj9XaKufZ4OL0Bt99L.jpg)
Gujrat Plane Crash: দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ।
ahmedabad plane crash:গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীভৎস এই দুর্ঘটনায় বিমানের ২৪২ জনের মধ্যে ২৪১ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোক প্রকাশ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে আমি হতবাক এবং গভীরভাবে মর্মাহত। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ, যদিও আমরা জীবিতদের বিস্তারিত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। লন্ডনগামী বিমানের উড্ডয়নের সময় দুর্ঘটনাটি আমাকে নাড়া দিয়েছে এবং আমার হৃদয়কে ব্যথিত করেছে। যদিও আমরা সঠিক পরিসংখ্যান জানি না, মিডিয়া রিপোর্টগুলি ইঙ্গিত দেয় যে বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শোকজ্ঞাপন করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর শোকবার্তায় লিখেছেন, "আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য ভারত সরকারকে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহতদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করছি।"
বৃহস্পতিবার সন্ধ্যেয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধারকাজে যাতে আরও গতি আনা যায় সেব্যাপারে গুজারট প্রশাসনকে আবেদন জানিয়েছেন শাহ। প্রতিনিয়ত ঘটনার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে গুজরাট প্রশাসন।
আরও পড়ুন- Ahmedabad plane crash:একেবারে শেষ মুহূর্তে 'May Day' কল অভিশপ্ত বিমানের, এই বার্তার মানে কী জানেন?