air condition local train can be seen in sealdah or howrah division soon: লোকাল ট্রেনে ঘেমে-নেয়ে যাতায়াতের দিন ফুরোচ্ছে? মুম্বইয়ের মত এবার এসি লোকাল ট্রেনের সোনালী সফর বাংলাতেও? এখনই এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও এসি লোকাল ট্রেনের একটি ছবি ভাইরাল হওয়ায় সেই জল্পনাই দানা বেঁধেছে।
নিউজ ১৮ বাংলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন AC লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যেই নাকি শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রেলবোর্ডকে। যদিও যে এসি লোকাল ট্রেনটির ছবি ভাইরাল হয়েছে সেটি হাওড়া না শিয়ালদা ডিভিশনে চলবে তা এখনও নিশ্চিত করা যায়নি।
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে এসি রেক তৈরি হয়েছে। সেই রেকটিই ছুটতে পারে হাওড়া কিংবা শিয়ালদা ডিভিশনে। তবে এক্ষেত্রে শিয়ালদা ডিভিশনেই এই ট্রেনটি চলার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আরও পড়ুন- West Bengal News Live: মণ্ডপ ছেড়েই পালালেন ঠাকুরমশাই, TMC-BJP-র চুলোচুলিতে শিকেয় সরস্বতী পুজো
২০২২ সালে রেলবোর্ডকে চিঠি দিয়ে একটি এসি লোকাল ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমোদনটিতেই এবার ছাড়পত্র মিলতে পারে। তবে এই এসি লোকাল ট্রেন চালালে তা কোন রুটে চলবে কিংবা তার ভাড়া কত হতে পারে সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন- Bongaon News: জীবিতকে মৃত দেখিয়ে জাল সার্টিফিকেট, কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ