/indian-express-bangla/media/media_files/2025/01/29/3hfrTOJ0Ok9UUcYaY5ry.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন। (প্রতীকী ছবি)
Latest West Bengal News Highlights: নদিয়ার হরিণঘাটার অন্তর্গত নগরউখড়া দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা যাবে না বলে হুমকি দিয়েছিলেন তৃণমূল বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। কিন্তু সরস্বতী পুজোর দিন বদলে গেল ছবিটা। এলাকার মানুষ একত্রিত হয়ে জোট বাঁধতেই পরিস্থিতি স্বাভাবিক হল। কচিকাঁচা-পড়ুয়া ও অভিভাবকেরা উপস্থিত হন। নির্বিঘ্নেই পুজো হয়েছে আর পাঁচটা স্কুলে যেমন পুজো হয়ে থাকে তেমন ভাবেই। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সরস্বতীর পুজোর দিন গার্লস স্কুলের সামনে ইভটিজিংয়ের অভিযোগ। যার জেরে রক্তারক্তি কাণ্ড হাওড়ার রামরাজাতলায়। সোমবার দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত অবস্থায় এক ছাত্রীর বাবাকে উদ্ধার করেছে পুলিশ। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা প্রহৃত হন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তিন নাবালকের বিরুদ্ধে। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে ব্যাপক মারধর করে। দুজনকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তৃতীয় অভিযুক্ত পলাতক। তাঁকে খুজছে পুলিশ।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনের CBI আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহার বিরুদ্ধে চার্জশিট জমা কেন্দ্রীয় সংস্থার। এসএসসি দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন এই চারজন। ইডির মামলায় শ্যোন অ্যারেস্ট করা হয়েছিল তাঁদের।
-
Feb 03, 2025 17:57 IST
West Bengal News Live: তৃণমূল নেতার চোখরাঙানিই সার! নির্বিঘ্নেই সরস্বতী পুজো হল হরিণঘাটার স্কুলে
নদিয়ার হরিণঘাটার অন্তর্গত নগরউখড়া দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা যাবে না বলে হুমকি দিয়েছিলেন তৃণমূল বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। কিন্তু সরস্বতী পুজোর দিন বদলে গেল ছবিটা। এলাকার মানুষ একত্রিত হয়ে জোট বাঁধতেই পরিস্থিতি স্বাভাবিক হল। কচিকাঁচা-পড়ুয়া ও অভিভাবকেরা উপস্থিত হন। নির্বিঘ্নেই পুজো হয়েছে আর পাঁচটা স্কুলে যেমন পুজো হয়ে থাকে তেমন ভাবেই। নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
Feb 03, 2025 17:15 IST
West Bengal News Live: সরস্বতীর পুজোর দিন ছাত্রীকে ইভটিজিং! প্রতিবাদ করায় বাবাকে মারধর, রক্তারক্তি কাণ্ড হাওড়ায়
সরস্বতীর পুজোর দিন গার্লস স্কুলের সামনে ইভটিজিংয়ের অভিযোগ। যার জেরে রক্তারক্তি কাণ্ড হাওড়ার রামরাজাতলায়। সোমবার দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। আহত অবস্থায় এক ছাত্রীর বাবাকে উদ্ধার করেছে পুলিশ। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা প্রহৃত হন। তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তিন নাবালকের বিরুদ্ধে। স্থানীয়রা দুজনকে ধরে ফেলে ব্যাপক মারধর করে। দুজনকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তৃতীয় অভিযুক্ত পলাতক। তাঁকে খুজছে পুলিশ।
-
Feb 03, 2025 15:53 IST
West Bengal News Live:যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার
এবার চাষের জমি থেকে এক যুবকের মুণ্ড হীন দেহ উদ্ধার হয়েছে। বছর চল্লিশের ওই যুবকের গোটা শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ায়। মালিআপুকুর বাজিৎপুর এলাকার একটি চাষের জমি থেকে ওই যুবকের মুণ্ড হীন দেহ উদ্ধার হয়। মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
-
Feb 03, 2025 15:38 IST
West Bengal News Live:ভিক্ষে করছেন একদা দাপুটে BJP নেতা
একটা সময় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু আজ সে সব অতীত। বাটি হাতে তারাপীঠের রাস্তায়-রাস্তায় ভিক্ষা করতে দেখা গিয়েছে এককালের দাপুটে বিজেপি নেতা ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেটদাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর পৌঁছে গিয়েছে বঙ্গ বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কানেও।
বিস্তারিত পড়ুন- West Bengal BJP: বাটি হাতে তারাপীঠে ভিক্ষে করছেন একদা দাপুটে BJP নেতা, শুনে সুকান্ত যা বললেন...
-
Feb 03, 2025 14:04 IST
West Bengal News Live:বিরাট বিপত্তি দক্ষিণেশ্বরে!
পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল ভিনরাজ্যের যুবকের। দক্ষিণেশ্বর মন্দিরের কাথে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গিয়েছিলেন ভিন রাজ্যের ওই যুবক। উত্তর প্রদেশ থেকে কলকাতায় এসেছিলেন তিনি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই যুবক। মন্দিরের কাছে ঘাটে স্নানে নেমে হঠাৎই জলে তলিয়ে যান ওই যুবক। স্থানীয়দের চিৎকার শুনে পুলিশ আধিকারিকরা নদীতে ঝাঁপ দেন। ওই যুবককে উদ্ধার করেন তাঁরা।
-
Feb 03, 2025 13:43 IST
West Bengal News Live:শিয়ালদা-হাওড়া ডিভিশনে AC লোকাল ট্রেন?
লোকাল ট্রেনে ঘেমে-নেয়ে যাতায়াতের দিন ফুরোচ্ছে? মুম্বইয়ের মত এবার এসি লোকাল ট্রেনের সোনালী সফর বাংলাতেও? এখনই এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা না গেলেও এসি লোকাল ট্রেনের একটি ছবি ভাইরাল হওয়ায় সেই জল্পনাই দানা বেঁধেছে। নিউজ ১৮ বাংলার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন AC লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যেই নাকি শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল রেলবোর্ডকে। যদিও যে এসি লোকাল ট্রেনটির ছবি ভাইরাল হয়েছে সেটি হাওড়া না শিয়ালদা ডিভিশনে চলবে তা এখনও নিশ্চিত করা যায়নি।
বিস্তারিত পড়ুন- AC Local Train: শিয়ালদা-হাওড়া ডিভিশনে AC লোকাল ট্রেন? ভাইরাল ছবিতে খুশিতে ডগমগ যাত্রীরা
-
Feb 03, 2025 12:28 IST
West Bengal News Live:মণ্ডপ ছেড়েই পালালেন ঠাকুরমশাই
নন্দীগ্রামের সীতানন্দ কলেজের সরস্বতী পুজো বিশবাঁও জলে। তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি-র কাজিয়ায় তুমুল টানাটানি পুজো নিয়ে। এমন তুমুল তর্কাতর্কির মধ্যে পড়ে মণ্ডপ ছেড়ে চলে গেলেন খোদ ঠাকুরমশাই। শিকেয় উঠল পুজো।
-
Feb 03, 2025 12:20 IST
West Bengal News Live:প্রতারণার পর্দা ফাঁস
ফের এক বড়সড় প্রতারণার পর্দা ফাঁস। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুর। এলাকার বাসিন্দা শঙ্কর বিশ্বাস গত ১৭ জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, তিনি জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত দেখিয়ে ওয়ারিশান সার্টিফিকেট তুলে তাঁর জমি হাতানোর চেষ্টা করছে কয়েকজন ব্যক্তি। এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসে ছয়ঘড়িয়া পঞ্চায়েত। তদন্তে জানা যায়, ওয়ারিসান সার্টিফিকেটে শঙ্কর বিশ্বাসকে মৃত বলে দেখানো হয়েছে। ওই শংসাপত্রে থাকা পঞ্চায়েতের প্যাডে সিল ও পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর পুরোপুরি জাল। এরপরেই পঞ্চায়েতের তরফ থেকে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিস্তারিত পড়ুন- Bongaon News: জীবিতকে মৃত দেখিয়ে জাল সার্টিফিকেট, কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগ -
Feb 03, 2025 11:58 IST
West Bengal News Live:স্কুলে সরস্বতী পুজো
এবার দু'দিন ধরে সরস্বতী পুজোর তিথি। অনেকেই গতকাল পুজো সেরেছেন। আজ সকাল থেকেই বহু জায়গায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। ইস্ট গড়িয়া এডুকেশন ইন্সটিটিউশনে আজ সকাল থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। এবার দ্বিতীয়তম বর্ষে পড়ল তাদের এই পুজো। পুজোর আয়োজন থেকে শুরু করে মণ্ডপসজ্জা, সবই নিজের হাতে করেছে ছাত্রছাত্রীরা।
saraswati puja 2025: গড়িয়ার একটি স্কুলে সরস্বতী পুজো। -
Feb 03, 2025 11:46 IST
West Bengal News Live:শুভেন্দুর খাসতালুকেই বিরাট বিপর্যয় বিজেপির
হলদিয়ার পর এবার কাঁথিতেও সমবায় সমিতির নির্বাচনে সাফল্য সিপিএমের। সমবায় ভোটে প্রার্থীই দিতে পারল না প্রধান বিরোধী দল BJP। খাস শুভেন্দু অধিকারীর গড়েই প্রার্থী-বিপর্যয় গেরুয়া শিবিরের। আগামী ১৪ ফেব্রুয়ারি কাঁথি- ৩ ব্লকের কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকম মণ্ডলীর নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে মনোনয়নেই তৃণমূল-বিজেপিকে টেক্কা দিল সিপিএম। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৯। দেখা গেল ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সিপিএম।
বিস্তারিত পড়ুন- Purba Medinipur News: সমবায় ভোটে শুভেন্দুর খাসতালুকে প্রার্থীই পেল না BJP, ধাক্কা তৃণমূলেরও, হাসি চওড়া বামেদের
-
Feb 03, 2025 11:11 IST
West Bengal News Live:বিদায়বেলায় ফের নামতে পারে পারদ
বিদায়বেলায় শীত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহে এবারের মতো বঙ্গ থেকে শীত বিদায় নিতে চলেছে। তার আগে ফের একবার পারদ পতনের পূর্বাভাস হাওয়া অফিসের। সেই সঙ্গে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: কুয়াশার দাপট জেলায়-জেলায়, বিদায়বেলায় ফের নামতে পারে পারদ
-
Feb 03, 2025 11:07 IST
West Bengal News Live:চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু
আবারও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী পড়ুয়ার রহস্যমৃত্যু। কামারহাটি ESI কোয়ার্টারের ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। আরজি করের ওই পড়ুয়ার মা ESI হাসপাতালের চিকিৎসক বলে জানা গিয়েছে। কামারহাটির ESI কোয়ার্টারেই থাকতেন মা-মেয়ে। গতকাল ওই কোয়ার্টারের ঘর থেকেই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মানসিক অবসাদে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান।
বিস্তারিত পড়ুন- RG Kar: আবারও খবরের শিরোনামে আরজি কর, চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু