New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/03/0hx9azRfJhfk96f4QkMN.jpg)
Bongaon News: পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Bongaon News: পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Allegation of trying to steal property by forging a certificate of inheritance: ফের এক বড়সড় প্রতারণার পর্দা ফাঁস। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুর। এলাকার বাসিন্দা শঙ্কর বিশ্বাস গত ১৭ জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ, তিনি জীবিত থাকা সত্ত্বেও তাঁকে মৃত দেখিয়ে ওয়ারিশান সার্টিফিকেট তুলে তাঁর জমি হাতানোর চেষ্টা করছে কয়েকজন ব্যক্তি।
এই অভিযোগের পরেই নড়ে চড়ে বসে ছয়ঘড়িয়া পঞ্চায়েত। তদন্তে জানা যায়, ওয়ারিসান সার্টিফিকেটে শঙ্কর বিশ্বাসকে মৃত বলে দেখানো হয়েছে। ওই শংসাপত্রে থাকা পঞ্চায়েতের প্যাডে সিল ও পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর পুরোপুরি জাল। এরপরেই পঞ্চায়েতের তরফ থেকে পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী শঙ্কর বিশ্বাস বলেন, "আমি জীবিত। কিন্তু আমাকে মৃত দেখিয়ে আমার জমি হাতানোর চেষ্টা করেছিল। কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে ওখানে। প্রাথমিকভাবে ওরা ৬ শতক জমি নেওয়ার চেষ্টা করেছিল। আমি এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ করেছি। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই ধরনের ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটতে পারে।"
আরও পড়ুন- West Bengal News Live: সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে বিরাট দুর্ঘটনা, চার যুবকের মর্মান্তিক মৃত্যু
এই বিষয়ে বর্তমান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ বলেন, "আমরা বিষয়টি জানার পরে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। এই বিষয়ে সঠিক তদন্ত করে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিক।"
এদিকে, প্রাক্তন প্রধান তথা যার স্বাক্ষর জাল করে ওই ওয়ারিসান সার্টিফিকেট বানানো হয়েছে সেই প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, তিনি এই বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন- RG Kar: আবারও খবরের শিরোনামে আরজি কর, চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু