/indian-express-bangla/media/media_files/2025/06/16/BZo2vYS0MNg6Zv8G1Rex.jpg)
বিমানের শব্দেই এখন আতঙ্ক! রাতে ঘুম ভেঙে যায় আরিয়ানের
Air India crash viral video: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার পর বদলে গিয়েছে জীবন, এখনও আতঙ্কে রাতে ঘুম ভাঙে আরিয়ানের।
খিদিরপুরে মুখ্যমন্ত্রী, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজার ফের গড়ার আশ্বাস, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক মুহূর্ত ধরা পড়ে এক কিশোরের মোবাইল ক্যামেরায়। ভাইরাল হওয়া সেই ভিডিওটি রেকর্ড করেছিল মাত্র ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির ছাত্র আরিয়ান। বিমান দুর্ঘটনার সেই মর্মান্তিক দৃশ্য আজও তাড়া করে বেড়াচ্ছে তাকে।
লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা আরিয়ান ঠিক করেছিল, বন্ধুদের দেখানোর জন্য মোবাইলে বিমান চলাচলের একটি ভিডিও বানাবে। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি যখন আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করছিল তখনই ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। ২৪২ জন আরোহীর মধ্যে প্রাণ হারান ২৪১ জন। আরিয়ান সেই সময়ে মোবাইল ক্যামেরা অন করে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও তোলে এবং দুর্ঘটনার সেই লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়।
দুর্ঘটনার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত আরিয়ান। রাতে ঘুমাতে পারছে না, বিমানের শব্দ শুনলেই আতঙ্কে কেঁপে উঠছিল। ঘটনার পরদিনই পুলিশ আরিয়ানের বাড়ি গিয়ে ভিডিও সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে, যদিও তাকে আটক করা হয়নি।পরে পুলিশ জানায়, তাকে কেবল তদন্তের স্বার্থে ডাকা হয়েছিল, কোনও অপরাধে নয়।
আরিয়ানের প্রতিবেশী সুনীতা সিং জানান, ভিডিওটি প্রথমে আরিয়ান তার বাবাকে পাঠিয়েছিল। প্রথমে বিশ্বাস না করলেও, পরে তিনিই ভিডিওটি সম্ভবত শেয়ার করেন। সুনীতা জানান, "ঘটনার পর ও কথা বলতে পারছিল না। আমরা প্রতিদিন এত কাছ থেকে বিমান চলাচল দেখে অভ্যস্ত, কিন্তু এখন শব্দ শুনলেই ভয় লাগে।"
আরিয়ানের বন্ধু রাজ সিং, যিনি ভিডিও তোলার সময় পাশে ছিলেন, বলেন, “আমরা বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, বিমানটিকে খুব কাছ থেকে উড়ে যাওয়া দেখতে পাচ্ছিলাম। হঠাৎ দেখি বিমানটি নিচে নামতে নামতে আচমকা আগুন ধরে যায়। আমরা হতবাক হয়ে যাই।”
এই ভিডিওটি এখন কেবল ভাইরাল নয়, পুলিশের তদন্ত থেকে শুরু করে বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে।