/indian-express-bangla/media/media_files/2025/06/18/Air India flight cancelled-b1eb088d.jpg)
Air India-এর বিমানে বিরাট বিপত্তি
AIR INDIA: 'কপাল জোরে বেঁচে গেছি', মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া বিমানের হাড়হিম অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বুক কেঁপে উঠল কংগ্রেস সাংসদের।
আরও পড়ুন- SIR-এর বিরুদ্ধে বিরাট প্রতিবাদ, পথে নামছেন রাহুল-অভিষেক, তোলপাড় ফেলা অভিযোগ...
তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়ার পথে মাঝ আকাশে বিরাট বিপত্তি। যার জেরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2455-এ রবিবার রাতে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। কংগ্রেস সাংসদ কে.সি. বেণুগোপালসহ বহু সাংসদ এবং শতাধিক যাত্রী নিয়ে উড়ানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই প্রবল 'টার্বুলেন্সে'র মুখে পড়ে। প্রায় এক ঘণ্টা পর বিমানের ক্যাপ্টেন প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে উড়ানটি চেন্নাইয়ে ঘুরিয়ে নেন।
Air India flight AI 2455 from Trivandrum to Delhi - carrying myself, several MPs, and hundreds of passengers - came frighteningly close to tragedy today.
— K C Venugopal (@kcvenugopalmp) August 10, 2025
What began as a delayed departure turned into a harrowing journey. Shortly after take-off, we were hit by unprecedented…
বেণুগোপালের দাবি, চেন্নাই বিমানবন্দরে নামার জন্য প্রায় দু ঘণ্টা আকাশে চক্কর কাটার পর প্রথম অবতরণের চেষ্টায় একই রানওয়েতে অন্য একটি বিমান থাকার খবর মেলে। সেই মুহূর্তে ক্যাপ্টেনের দ্রুত সিদ্ধান্তে বিমানটি আবার উপরে নিয়ে যান এবং দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে। তিনি বলেন, “আমরা ভাগ্য ও বিমানের পাইলটের দক্ষতার জোরে এবারের মত বেঁচে গেছি। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের ওপর নির্ভর করতে পারে না।” তিনি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে এবিষয়ে যথাযথ তদন্তের দাবি জানান।
আরও পড়ুন- আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি, পাক সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড় বিশ্ব
তবে এয়ার ইন্ডিয়া বেণুগোপালের দাবির বিরোধিতা করে জানিয়েছে, অন্য বিমানের কারণে নয়, বরং চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর নির্দেশে প্রথম অবতরণ প্রচেষ্টা ব্যর্থ হয়। সংস্থার দাবি, সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চেন্নাইয়ে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাইলটরা মানসম্মত নিয়ম মেনেই পরিস্থিতি সামলেছেন এবং যাত্রীদের নিরাপত্তা সর্বদাই সংস্থার অগ্রাধিকার।
Dear Mr Venugopal, we would like to clarify that the diversion to Chennai was precautionary due to a suspected technical issue and poor weather conditions. A go-around was instructed by Chennai ATC during the first attempted landing at Chennai airport, not because of the presence…
— Air India (@airindia) August 10, 2025