INDIA alliance Delhi protest: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা সোমবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এর বিরুদ্ধে দিল্লিতে মেগা-র্যালির আয়োজন করতে চলেছেন। প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ সংসদ ভবন থেকে কমিশন অফিস পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন বলেই খবর। তবে দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি দেয়নি।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই মিছিলে অংশ নেবেন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিরোধী জোটের এই মিছিলের কোন আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে ‘হত্যা’ করার অভিযোগ এনেছিলেন এবং SIR নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন।
পিটিআই-এর রিপোর্ট অনুসারে বিরোধী সাংসদদের জন্য দ্বিতীয় দফায় নৈশভোজের আয়োজন করা হয়েছে। দিল্লির চাণক্যপুরীর হোটেল তাজ প্যালেসে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। এর আগে, ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীর বাসভবনে এক গুরুত্বপুর্ণ বৈঠকে অংশ নেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুলের অভিযোগ
এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, মহারাষ্ট্র নির্বাচনে কমিশন কারচুপি করেছে এবং ভোটার তালিকায় বিস্তর অনিয়ম রয়েছে। কমিশন পাল্টা জবাব দিয়ে প্রমাণ পেশ করতে বলেছে এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন।
মহারাষ্ট্রে ভোট চুরির অভিযোগ তুলে সোমবার উদ্ধব ঠাকরে এবং মহাবিকাশ আঘাড়ি নেতাদের নেতৃত্বে মুম্বইতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিরোধী জোট।