/indian-express-bangla/media/media_files/2025/08/11/protesting-india-bloc-mps-detained-by-delhi-police-2025-08-11-12-43-37.jpg)
বিরোধী সাংসদদের পদযাত্রা আটকাল দিল্লি পুলিশ
INDIA alliance Delhi protest: উত্তাল দিল্লি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সাংসদরা সোমবার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এর বিরুদ্ধে দিল্লিতে আজ এক মেগা-র্যালির আয়োজন করে। বিরোধী সাংসদরা এদিন সংসদ ভবন থেকে কমিশন অফিস পর্যন্ত পদযাত্রায় অংশ নিতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR বাতিলের দাবিতে বিরোধীদের নির্বাচন কমিশনের দপ্তর অভিযান ঘিরে উত্তপ্ত রাজধানী। সোমবার সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হতেই তা ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের মাথায় উঠে বিক্ষোভ শুরু করেন মহুয়া মৈত্র-সহ মহিলা সাংসদরা। দিল্লির রাজপথে ধরনা অখিলেশ যাদবদের। অনুমতি ছাড়া কেন অভিযান? প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। S I R প্রত্যাহারের দাবিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন অভিযানে যোগ দেন বিরোধী সাংসদরা। 'ভোট চুরি বন্ধ কর' কমিশনের উদ্দেশ্যে স্লোগান বিরোধীদের।
আরও পড়ুন- আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি, পাক সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড় বিশ্ব
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এদিনের এই মিছিলে অংশ নেন। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, বিরোধী জোটের এই মিছিলের কোন আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। সম্প্রতি রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রকে ‘হত্যা’ করার অভিযোগ এনেছিলেন এবং SIR নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন- বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক
নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুলের অভিযোগ
এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, মহারাষ্ট্র নির্বাচনে কমিশন কারচুপি করেছে এবং ভোটার তালিকায় বিস্তর অনিয়ম রয়েছে। কমিশন পাল্টা জবাব দিয়ে প্রমাণ পেশ করতে বলেছে এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কমিশন। অপরদিকে মহারাষ্ট্রে ভোট চুরির অভিযোগ তুলে সোমবার উদ্ধব ঠাকরে এবং মহাবিকাশ আঘাড়ি নেতাদের নেতৃত্বে মুম্বইতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিরোধী জোট।