Air India Plane Crash Ahmedabad: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্ত রিপোর্টে চূড়ান্ত চাঞ্চল্য! কীসের ইঙ্গিত?

Air India Plane Crash Ahmedabad: এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ALPAI) এই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, শুরু থেকেই তদন্তে পাইলটদের দোষারোপ করার প্রবণতা দেখা যাচ্ছে, যা গোটা তদন্তকে পক্ষপাতদুষ্ট করে তুলতে পারে।

Air India Plane Crash Ahmedabad: এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ALPAI) এই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, শুরু থেকেই তদন্তে পাইলটদের দোষারোপ করার প্রবণতা দেখা যাচ্ছে, যা গোটা তদন্তকে পক্ষপাতদুষ্ট করে তুলতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
ahmedabad plane crash, air india, plane crash, plane crash ahmedabad, air india crash, air india plane crash, ahmedabad, air india flight crash, plane crash in ahmedabad, plane crash news, ahmedabad flight crash, ahmedabad news, ahmedabad plane crash today, air india news, plane crash today, air india flight, flight crash, ai171, air india crash today, latest news, ahmedabad flight, ahmedabad airport, live news, ahmedabad crash, air india plane crash today,আহমেদাবাদে বিমান দুর্ঘটনা

ahmedabad plane crash: দুর্ঘটনার পরের মুহূর্তের ছবি।

Air India Plane Crash Ahmedabad: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে AAIB-এর প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ১২ জুন আহমেদাবাদে দুর্ঘটনার মুখে পড়া   এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (VT-ANB) বিমানের থ্রটল কন্ট্রোল মডিউল (TCM) বিগত ছয় বছরে দু’বার বদল করা হয়েছে—একবার ২০১৯ সালে, এবং দ্বিতীয়বার ২০২৩ সালে।

Advertisment

ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক? ULFA-I শিবিরে ক্ষেপনাস্ত্র হানা? নিহত একাধিক, কী জানাল 'ইন্ডিয়ান আর্মি'?

TCM একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট সিস্টেম, যার মধ্যে থাকে ফুয়েল কন্ট্রোল স্যুইচ। এই সুইচের মাধ্যমেই ইঞ্জিনে জ্বালানি সরবরাহের গতি নির্ধারণ হয়। তদন্ত রিপোর্ট অনুসারে, টেকঅফের কিছুক্ষণ পরেই এই সুইচ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান।

Advertisment

কেন বদলানো হয়েছিল TCM?
সূত্র জানাচ্ছে, বোয়িং সংস্থার ২০১৯ সালের একটি নির্দেশিকার ভিত্তিতেই এয়ার ইন্ডিয়া দুটি বার TCM প্রতিস্থাপন করে। প্রথমবার ২০১৯ সালে এবং দ্বিতীয়বার ২০২৩ সালে, উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট নির্দেশ অনুসরণ করেই ড্রিমলাইনারে TCM বদল হয়।

AAIB প্রাথমিক তদন্তে কী বলছে?
AAIB (Aircraft Accident Investigation Bureau)-এর রিপোর্টে বলা হয়েছে, TCM বদল করা হলেও জ্বালানি কন্ট্রোল সুইচ বন্ধ হওয়ার ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। তবে সেই সুইচ হঠাৎ বন্ধ হওয়া এই দুর্ঘটনার একটি মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

মোদীর মন পেতে চেষ্টায় খামতি রাখছেন না ইউনূস, এবার যা করলেন তা জানলে...!

এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ALPAI) এই তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, শুরু থেকেই তদন্তে পাইলটদের দোষারোপ করার প্রবণতা দেখা যাচ্ছে, যা গোটা তদন্তকে পক্ষপাতদুষ্ট করে তুলতে পারে।

ALPAI-এর দাবি, নিরপেক্ষ, তথ্যনির্ভর এবং প্রযুক্তিগতভাবে গভীর তদন্ত হওয়া জরুরি, এবং দ্রুত কোনও সিদ্ধান্তে না পৌঁছনোই যুক্তিযুক্ত।

মহাকাশ থেকে আবেগঘন বার্তায় দেশবাসীকে কাঁদিয়ে ছাড়লেন শুভাংশু , জানেন কী বললেন গ্রুপ ক্যাপ্টেন?

ahmedabad plane crash