Shubhanshu Shukla: মহাকাশ থেকে আবেগঘন বার্তায় দেশবাসীকে কাঁদিয়ে ছাড়লেন শুভাংশু , জানেন কী বললেন গ্রুপ ক্যাপ্টেন?

Indian Astronaut ISS: নাসা সূত্রের খবর, শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা আগামী ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন। তাঁদের এই সফল মিশন ভারতের জন্য গর্বের এক নতুন অধ্যায় তৈরি করল বলে মত বিজ্ঞানীমহলের।

Indian Astronaut ISS: নাসা সূত্রের খবর, শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা আগামী ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন। তাঁদের এই সফল মিশন ভারতের জন্য গর্বের এক নতুন অধ্যায় তৈরি করল বলে মত বিজ্ঞানীমহলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian astronaut Group Captain Shubhanshu Shukla describes India from space as ambitious, fearless, confident, and full of pride.

১৫ জুলাই পৃথিবীতে ফিরছেন শুভাংশু

Indian Astronaut ISS:  'আজকের ভারত সবচেয়ে সুন্দর'— আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার আগে আবেগঘন বার্তায় চোখে জল এনে দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। 

Advertisment

অ্যাক্সিওম মিশন-৪ (Axiom Mission-4 বা AX-4) এর অধীনে শুভাংশু সহ চার মহাকাশচারী ১৪ দিনের জন্য ISS-এ গিয়েছিলেন এবং শনিবার সেই মিশনের সমাপ্তি উপলক্ষে মহাকাশ স্টেশনে এক বিদায় অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন। শুভাংশু বলেন, “আজকের ভারত গর্বিত, নির্ভীক ও আত্মবিশ্বাসী”—শুভাংশুর আবেগঘন বক্তব্যরীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

বিদায়ী ভাষণে শুভাংশু শুক্লা বলেন—“৪১ বছর আগে রাকেশ শর্মা বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা’। আজ আমি মহাকাশ থেকে বলতে পারি—আজকের ভারত উচ্চাকাঙ্ক্ষী, নির্ভীক, আত্মবিশ্বাসী ও গর্বে ভরা। তাই আজকের ভারত সারা বিশ্ব থেকে দেখতে সবচেয়ে সুন্দর।”

Advertisment

১৪ দিনের অভিযানে গবেষণা, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা

অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা ও তিন আন্তর্জাতিক মহাকাশচারী ISS-এ ১৪ দিনের  বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করেছেন। জানা গিয়েছে, এই সময়ের মধ্যে শুভাংশু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সরাসরি মহাকাশ থেকে কথা বলেন।

“অসাধারণ অভিজ্ঞতা, অনেক কিছু শিখেছি”—শুভাংশু

বিদায় অনুষ্ঠানে শুভাংশু শুক্লা বলেন— “এই ভ্রমণ আমার জীবনের অন্যতম অসাধারণ অভিজ্ঞতা। আমি এখানে থেকে অনেক কিছু শিখেছি। নাসা, অ্যাক্সিওম স্পেস, ভারত সরকার এবং দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।”

দেশবাসীর উদ্দেশ্যে বার্তা

দেশবাসীর উদ্দেশে আবেগঘন বার্তায় শুক্লা জানান—“মহাকাশ অভিযানের শুরু থেকে ছিল এই যাত্রা ছিল অসাধারণ। কিন্তু আমাদের মহাকাশ অভিযানের পথ  আরও দীর্ঘ ও কঠিন। যদি আমরা সংকল্প করি, তবে এই যাত্রা সফল হতেই পারে।”

১৫ জুলাই পৃথিবীতে ফিরছেন শুভাংশু

নাসা সূত্রের খবর, শুভাংশু শুক্লা ও তাঁর সহযাত্রীরা  আগামী ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন। তাঁদের এই সফল মিশন ভারতের জন্য গর্বের এক নতুন অধ্যায় তৈরি করল বলে মত বিজ্ঞানীমহলের।

আরও পড়ুন- কখন, কীভাবে, কোথায় অবতরণ করবেন শুভাংশু শুক্লার? কোন পদ্ধতিতে 'স্প্ল্যাশডাউন'?

ISRO NASA Shubhanshu Shukla