TMCP FOUNDATION DAY: 'ভয়ের পাশাপাশি সাহসটাও ছোঁয়াচে'! TMCP প্রতিষ্ঠা দিবসেই পরীক্ষার সিদ্ধান্তে অনড় উপাচার্য

TMCP FOUNDATION DAY: আগামীকাল 'টিএমসিপি ফাউন্ডেশন ডে'। আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডের সমাবেশে বক্তব্য রাখবেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় বসতে চলেছেন ৩০ হাজার ছাত্র-ছাত্রী।

TMCP FOUNDATION DAY: আগামীকাল 'টিএমসিপি ফাউন্ডেশন ডে'। আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডের সমাবেশে বক্তব্য রাখবেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় বসতে চলেছেন ৩০ হাজার ছাত্র-ছাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta University Refuses To Postpone Exam For Trinamool Congress Event

আগামীকাল 'টিএমসিপি ফাউন্ডেশন ডে'। আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

TMCP FOUNDATION DAY: আগামীকাল 'টিএমসিপি ফাউন্ডেশন ডে'। আর সেদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডের সমাবেশে বক্তব্য রাখবেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপরদিকে ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষায় বসতে চলেছেন ৩০ হাজার ছাত্র-ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দানা বাঁধলেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্ত দে-কে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ TMCP ছাত্র সংগঠনের। পাশাপাশি জমায়েতে শক্তি প্রদর্শনের হুঙ্কার তৃণমূল ছাত্র সংগঠনের। ইতিমধ্যে জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন দলীয় কর্মী-সমর্থক-ছাত্র-ছাত্রীরা। অপরদিকে পরীক্ষার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়। সিদ্ধান্তে অবিচল উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়েছেন, রুটিন মেনে পরীক্ষা হবে। ইতিমধ্যে এবিষয়ে ডিজি সিপি প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। 

Advertisment

আরও পড়ুন- পহেলগাঁও হালমার বর্বরতা এবার গনেশ চতুর্থীর থিমে! শহীদের শ্রদ্ধা, সেনাকে সম্মানে অসাধারণ আয়োজন চমকে দেবে

তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। যাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিশ্ববিদ্যালয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্য পরীক্ষার তারিখ কোনভাবেই পিছবে না। আগামী ২৮ আগস্ট চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত দে। 

Advertisment

প্রসঙ্গত, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন পরীক্ষার আয়োজন হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। মঙ্গলবার প্রিন্সিপালস কাউন্সিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে উপাচার্য শান্তা দত্ত দে-কে লেখা চিঠিতেও পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানানো হয়। 

আরও পড়ুন-রাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরালেন রাজ্যপাল, কারণ ঘিরে ধন্দ!

এছাড়া নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদও পরীক্ষার তারিখ নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, প্রতিষ্ঠা দিবস ও পরীক্ষার দিন একসঙ্গে পড়ায় ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের অবস্থান স্পষ্ট—পরীক্ষা কোনভাবেই পিছোবে না। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে কলকাতা পুলিশকে ইতিমধ্যেই লিখিতভাবে সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।

TMCP Foundation Day calcutta university