/indian-express-bangla/media/media_files/2025/04/07/XxZY7sBTBitS9bb87isc.jpg)
প্রতীকী ছবি।
2002 voter list:২০০২ সালের ভোটার তালিকা ঘিরে চরম বিতর্কে জড়ালেন বনগাঁ উত্তর কেন্দ্রের BJP বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময়ের ভোটার তালিকায় তাঁর বাবা ও পরিবারের সদস্যদের নাম নেই। এই অভিযোগে অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
অভিযোগকারীদের দাবি, সদ্য প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী অশোক কীর্তনিয়া তখন ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলেও তাঁর বাবা এবং পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দাবি, বিশেষ সূত্রে তারা জানতে পেরেছে অশোক কীর্তনিয়ার পরিবার ২০১০ সালের পরে অবৈধভাবে ভারতে এসেছে। ফলে বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিধানসভার স্পিকারের কাছেও এই দাবি জানাব।” বিষয়টি নিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আমাদের জানা ছিল বাবা আগে ভোটার হন, তারপর ছেলে। এখানে উল্টোটাই ঘটেছে। অশোক কীর্তনিয়া প্রমাণ করুন। যদি অসৎ উপায়ে ভোট বানানো হয়ে থাকে, তার ব্যবস্থা নেওয়া উচিত।”
তবে গুরুতর এই অভিযোগের জবাবে BJP বিধায়ক অশোক কীর্তনিয়া ১৯৫০ সালের তাঁর বাবার ‘বর্ডার স্লিপ’ ও ১৯৯৩ সালের ভোটার তালিকা দেখিয়ে বলেন, “তৃণমূল যা খুশি অভিযোগ করুক, আমার কাছে সব প্রমাণ আছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হেনস্থা করা হচ্ছে।”
আরও পড়ুন-police summons:নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP-র তাবড় নেতাকে তলব পুলিশের, দায়ের FIR