BJP Mla:'অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন', BJP-র জনপ্রিয় নেতার বিধায়ক পদ খারিজের দাবি

West Bengal politics: বঙ্গে গেরুয়া দলের এই জনপ্রিয় বিধায়ক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন বলে দাবি মতুয়া মহাসংঘেরষ তাঁর বিধায়ক পদ খারিজের দাবি করেছে এই সংগঠনটি।

West Bengal politics: বঙ্গে গেরুয়া দলের এই জনপ্রিয় বিধায়ক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন বলে দাবি মতুয়া মহাসংঘেরষ তাঁর বিধায়ক পদ খারিজের দাবি করেছে এই সংগঠনটি।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

2002 voter list:২০০২ সালের ভোটার তালিকা ঘিরে চরম বিতর্কে জড়ালেন বনগাঁ উত্তর কেন্দ্রের BJP বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময়ের ভোটার তালিকায় তাঁর বাবা ও পরিবারের সদস্যদের নাম নেই। এই অভিযোগে অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

Advertisment

অভিযোগকারীদের দাবি, সদ্য প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী অশোক কীর্তনিয়া তখন ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলেও তাঁর বাবা এবং পরিবারের অন্য সদস্যদের নাম তালিকায় নেই। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দাবি, বিশেষ সূত্রে তারা জানতে পেরেছে অশোক কীর্তনিয়ার পরিবার ২০১০ সালের পরে অবৈধভাবে ভারতে এসেছে। ফলে বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিধানসভার স্পিকারের কাছেও এই দাবি জানাব।” বিষয়টি নিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আমাদের জানা ছিল বাবা আগে ভোটার হন, তারপর ছেলে। এখানে উল্টোটাই ঘটেছে। অশোক কীর্তনিয়া প্রমাণ করুন। যদি অসৎ উপায়ে ভোট বানানো হয়ে থাকে, তার ব্যবস্থা নেওয়া উচিত।”

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লি তলব নির্বাচন কমিশনের

তবে গুরুতর এই অভিযোগের জবাবে BJP বিধায়ক অশোক কীর্তনিয়া ১৯৫০ সালের তাঁর বাবার ‘বর্ডার স্লিপ’ ও ১৯৯৩ সালের ভোটার তালিকা দেখিয়ে বলেন, “তৃণমূল যা খুশি অভিযোগ করুক, আমার কাছে সব প্রমাণ আছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হেনস্থা করা হচ্ছে।”

আরও পড়ুন-police summons:নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP-র তাবড় নেতাকে তলব পুলিশের, দায়ের FIR

BJP Leader MLA Bengali News Today