/indian-express-bangla/media/media_files/14yTWobZSzzZ4pyZDaTK.jpg)
প্রতীকী ছবি।
নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় এবার BJP নেতাদের ডেকে পাঠাল পুলিশ। বিজেপি নেতা অর্জুন সিং, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং সজল ঘোষকে তলব পুলিশের। পুলিশকে 'কু-কথা' বলায় অশোক দিন্দাকে আগামী ১৭ আগস্ট কলকাতার নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করেছে।
পুলিশকে পেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। সরাসরি পুলিশকে মারধরের হুমকি দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। দায়ের হয়েছে এফ আই আর। তারই ভিত্তিতে এবার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের।
আগামী রবিবার দিন্দাকে ডেকে পাঠানো হয়েছে। তবে অর্জুন সিং এবং সজল ঘোষকে কবে ডেকে পাঠানো হয়েছে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, নবান্ন অভিযানের দিন বিজেপি নেতাদের বিরুদ্ধে হাওড়া এবং কলকাতা মিলিয়ে মোট ৭টি FIR দায়ের হয়েছে।
নবান্ন অভিযানের দিন পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির বিধায়ক অশোক দিন্দা বলেছিলেন, "পুলিশকে আমরা মারব। এটা স্পষ্ট করে বলছি। বিজেপির ওপরমহল থেকে নির্দেশ এলে আমরা মারব। তখন মমতা ব্যানার্জির আঁচলে লুকোতে হবে পুলিশকে।"
আরও পড়ুন- Recruitment:বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিপুল কর্মসংস্থান! হাজার-হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত
তবে এবার পুলিশি তলবের চিঠি পাওয়ার পর দিন্দা সংবাদমাধ্যকে বলেছেন, "কিসের ভিত্তিতে মামলা হয়েছে সেটা এখনও জানতে পারিনি। ওই দিন পার্ক স্ট্রিটে আমাদের আটকে দেওয়া হয়েছিল। আমার সামনে মেয়েদেরও মারধর করেছে। অভয়ার মাকেও মেরেছে। আমি ওই দিন বেলা সাড়ে ৩টের পর মন্তব্য করেছি। তার আগেই সব কিছু শেষ হয়ে গেছে। কেউ যদি জাতীয় পতাকার অবমাননা করে তাকে যদি আমি মারি তাহলে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে।"
অন্যদিকে পুলিশ কলকাতার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষকেও ডেকে পাঠিয়েছে। পুলিশি এই পদক্ষেপ প্রসঙ্গে সজল ঘোষ বলেন, "ডাকছে যখন যাব। নিশ্চয়ই যাব। আমি তো আর কেষ্ট নয় যে বলব গালি দিয়ে ফেলেছি ঘুমের ওষুধ খেয়ে...লটারিতে আমাদের নাম উঠেছে, তাই ডেকেছে। এটা সাজানো ঘটনা।"