West Bengal news Updates:নির্দেশ মানেনি রাজ্য, মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লি তলব নির্বাচন কমিশনের

West Bengal News Updates 12 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 12 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news , Kolkata news , live updates  ,12 August 2025  ,breaking news  ,Bengal politics,  Kolkata events,  Bengal weather,  latest updates West Bengal  ,Kolkata headlines  ,পশ্চিমবঙ্গ খবর  ,কলকাতা খবর,  লাইভ আপডেট,  ১২ আগস্ট ২০২৫  ,ব্রেকিং নিউজ,  বাংলা রাজনীতি,  কলকাতা ঘটনা  ,পশ্চিমবঙ্গ আবহাওয়া,  সর্বশেষ খবর পশ্চিমবঙ্গ,  কলকাতা শিরোনাম

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন

Kolkata News Updates:ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই নির্দেশ না মানায় এবার রাজ্যের মুখ্যসচিবকে দিল্লি তলব করা হয়েছে।

Advertisment

বুধবার দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকে। এর আগে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে রাজ্যের দুই ERO এবং দুই AERO ছাড়াও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয় কমিশন। এমনকী তাঁদের বিরুদ্ধে FIR দায়েরের সুপারিশ পর্যন্ত করা হয়। ডেডলাইন বেঁধে দিলেও কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেনি রাজ্য। শুধুমাত্র ভোটের কাজ থেকে সরানো হয়েছে এক অফিসার ও এক ডেটা এন্ট্রি অপারেটরকে।

ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার শীর্ষ আদালতে অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) শংসাপত্রের বিজ্ঞপ্তি সম্পর্কিত মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তবে এদিন রাজ্য সরকারের সেই আর্জিতে সাড়া দেননি প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। সর্বোচ্চ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলাটির শুনানি নির্দিষ্ট দিনেই অর্থাৎ এক মাস পর হবে। 

Advertisment

আরও পড়ুন- Recruitment:বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিপুল কর্মসংস্থান! হাজার-হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত

আরও পড়ুন- TMC Leader Murder:ফের নৃশংস হত্যাকাণ্ড! বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূলের দাপুটে নেতা

এদিকে চলতি সপ্তাহে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি নিম্নচাপ অঞ্চল। তারই জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

আরও পড়ুন- Kolkata Weather Update:বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?

  • Aug 12, 2025 16:39 IST

    Kolkata News Live Updates:SIR-এ 'অনিয়ম' মানবেন না ভাইজান!

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF তৈরি করেছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। কিন্তু তিনি রাজনীতিতে নামেননি। ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হয়েছেন। দীর্ঘদিন রাজনীতি নিয়ে মুখ খোলেননি আব্বাস সিদ্দিকী তথা 'ভাইজান'। মঙ্গলবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR ইস্যুতে BJP-তৃণমূলকে একযোগে নিশানা করেছেন আব্বাস। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, "চরম অন্যায় করছে এই দুই দল।" 

    বিস্তারিত পড়ুন- Abbas Siddiqui:'ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে', SIR-এ 'অনিয়ম' মানবেন না ভাইজান!



  • Aug 12, 2025 15:44 IST

    Kolkata News Live Updates:বিধায়ক পদ খারিজের দাবি

    ২০০২ সালের ভোটার তালিকা ঘিরে চরম বিতর্কে জড়ালেন বনগাঁ উত্তর কেন্দ্রের BJP বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময়ের ভোটার তালিকায় তাঁর বাবা ও পরিবারের সদস্যদের নাম নেই। এই অভিযোগে অশোক কীর্তনিয়ার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বনগাঁ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।

    বিস্তারিত পড়ুন- BJP Mla:'অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন', BJP-র জনপ্রিয় নেতার বিধায়ক পদ খারিজের দাবি



  • Aug 12, 2025 15:19 IST

    Kolkata News Live Updates:BJP নেতাদের পুলিশি তলব

    নবান্ন অভিযানে অশান্তির ঘটনায় এবার BJP নেতাদের ডেকে পাঠাল পুলিশ। বিজেপি নেতা অর্জুন সিং, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং সজল ঘোষকে তলব পুলিশের। পুলিশকে 'কু-কথা' বলায় অশোক দিন্দাকে আগামী ১৭ আগস্ট কলকাতার নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে FIR দায়ের করেছে। 

    বিস্তারিত পড়ুন- police summons:নবান্ন অভিযানে ধুন্ধুমার, BJP-র তাবড় নেতাকে তলব পুলিশের, দায়ের FIR



  • Aug 12, 2025 13:53 IST

    Kolkata News Live Updates:হাজার-হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত

    রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে আরও বেশি শক্তিশালী করতে তদুপরি বাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১২০০-র বেশি চিকিৎসক  (GDMO) সহ পাঁচ হাজারের বেশি নার্স নিয়োগ করবে সরকার। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৬২১ জন সহকারি অধ্যাপকও নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন- Recruitment:বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বিপুল কর্মসংস্থান! হাজার-হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত



  • Aug 12, 2025 12:40 IST

    Kolkata News Live Updates:SIR ইস্যুতে সোচ্চার অভিষেক

    সোমবারই SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী ইস্যুতে উত্তাল হয়েছে রাজধানী দিল্লি। বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানীর রাজপথ। বিরোধী সাংসদদের অভিযান আটকাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ফের একবার মোদী সরকারকে আক্রমণ শানিয়ে এবার লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:'লোকসভা ভেঙে দেওয়া হোক, বাতিল হোক কেন্দ্রের সরকার', SIR ইস্যুতে সোচ্চার অভিষেক



  • Aug 12, 2025 12:39 IST

    Kolkata News Live Updates:বাংলায় দুর্গাঙ্গন!

    দিঘার জগন্নাথ মন্দিরের পড় এবার এই রাজ্যে তৈরি হতে চলেছে দুর্গাঙ্গন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সেই প্রকল্পকে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

    বিস্তারিত পড়ুন- Durgangan:দিঘার জগন্নাথ ধামের পর এবার বাংলায় দুর্গাঙ্গন! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কাজ শুরু কবে?



  • Aug 12, 2025 11:51 IST

    Kolkata News Live Updates:মন্ত্রিসভার বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত

    বাংলার বিদ্যুৎ ক্ষেত্রের উন্নতিতে এ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য মন্ত্রিসভা। গতকালই নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে এবার পিপিপি মডেলে নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র হবে রাজ্যে।

    বিস্তারিত পড়ুন- রাজ্যের মুকুটে জুড়ছে নয়া পালক! মন্ত্রিসভার বৈঠকে যুগান্তকারী সিদ্ধান্ত



  • Aug 12, 2025 09:37 IST

    Kolkata News Live Updates:গুলিতে ঝাঁঝরা তৃণমূলের দাপুটে নেতা

    ফের নৃশংস খুন তৃণমূল নেতাকে। এবার বাঁকুড়ার সোনামুখীতে খুন তৃণমূল নেতা সেকেন্দার খান ওরফে সায়ন শেখ। চায়ের দোকানে আড্ডা মেরে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সেকেন্দার খান।

    বিস্তারিত পড়ুন- TMC Leader Murder:ফের নৃশংস হত্যাকাণ্ড! বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা তৃণমূলের দাপুটে নেতা



  • Aug 12, 2025 09:36 IST

    Kolkata News Live Updates:তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির প্রকোপ বেশ খানিকটা কমে গিয়েছে। তবে বৃষ্টির দাপট কমলেও ভোগান্তি বাড়াচ্ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বেড়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update:বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?



tmc bjp abhishek banerjee Bengali News Today