Allegation of attack on police in Bhangar: ভাঙড় থানার পর এবার পোলেরহাট থানা। পীরের মেলায় জুয়ার আসর বন্ধ করতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙড়ে আবারও আক্রান্ত পুলিশ। এবার জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন পুলিশ অফিসার ও কনস্টবেলরা। পোলেরহাট থানার এক কস্টবেলকে যথেচ্ছ কিল, চড়, ঘুঁষি মারা হয়। এমনকী পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। খবর পেয়ে পোলেরহাট থানা থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও অনেকেই পলাতক। অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ।
শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর এলাকায়। এই ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নাটাপুকুর এলাকার বাসিন্দা বসিরুদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে তৌফিক মোল্লা ও জাহাঙ্গির মোল্লার পরিবারের সঙ্গে। বিতর্কিত জমি নিয়ে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাধে। সেই সময় উভয়পক্ষই একে অপরের উপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। উভয় পক্ষের মারামারিতে বেশ কয়েকজন জখমও হন।
এই ঘটনার খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে হটিয়ে দেয়। অভিযোগ, সেই সময় পোলেরহাট থানার কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর চড়াও হয় জাহাঙ্গির ও তাঁর লোকজন। কর্তব্যরত ওই পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করতে করতে কিল, চড়, ঘুঁষি মারা হয় বলে অভিযোগ। ওই কনস্টেবল ছাড়াও পুলিশের আধিকারিক-সহ অন্যপুলিশকর্মীদের ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন- West Bengal News Live:আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলায় দমকলকর্মীরা
শেষমেশ এই ঘটনার খবর পেয়ে পোলেরহাটা থানা থেকে পুলিশের বিশাল বাহিনী যায় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে পরিস্থিতির মোকাবিলা করে পুলিশ। পুলিশকে মারধরের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও কয়েকজন পলাতক রয়েছে। এর আগেও ভাঙড়ে পুলিশের উপর হামলা হয়েছে। সেক্ষেত্রেও স্থানীয়দের বিরুদ্ধেই পুলিশের উপর আক্রমণের অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন- RG Kar: 'অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানোর পুরস্কার', অভিযোগ উড়িয়ে কী বললেন পানিহাটির নয়া চেয়ারম্যান সোমনাথ দে?