/indian-express-bangla/media/media_files/2025/02/12/BMhJLv0vGkNg4cfxxvm5.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
West Bengal News Update: লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই ঠাসা কর্মসুচি রয়েছে তাঁর। শনিবার সন্ধ্যায় লন্ডন যাওয়ার আগে বিমান বন্দর থেকে রাজ্যবাসীকে পাশে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছে মমতা বলেন, ‘‘চার-পাঁচ দিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্ব ক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা ভাল থাকবেন।’’
লন্ডনের হিথরো বিমানবন্দরে বিপর্যয়ের জেরে মমতার লন্ডন সফর প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, "এই বিপর্যয়ের জেরে গোটা সফরসূচিতেই প্রভাব পড়েছে। সারা দিন রাত বিমানযাত্রা করতে হবে। কলকাতা থেকে প্রথমে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী। তার পর সেখান থেকে লন্ডনের বিমান ধরবেন"।
সোমবার রয়েছে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান। মঙ্গলবার বাণিজ্য সম্মেলন। বুধে রয়েছে সরকারি স্তরে বাণিজ্য বৈঠক। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর।
রাস্তায় ছিটকে পড়ে ৩ বছরের শিশু, গাড়ির চাকায় পৃষ্ট হয়ে প্রাণ হারান বাবা। গতকাল রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম সংলগ্ন জুডিওর সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা। বিরাটির বাসিন্দা সোমেন পাল(৩৯) তার স্ত্রী সুস্মিতা পাল(৩০) ও ৩ বছরের ছেলে শিবাম কে নিয়ে স্কুটি তে করে মধ্যমগ্রাম আসেন ছেলের জামা জুতো কিনতে। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা।
উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। সুখিয়া থেকে শিলিগুড়ি আসার পথে মারাত্মক পথ দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পথ দুর্ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন পর্যটক। নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের গাড়িটি পাহাড় থেকে ছিটকে খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
সাতসকালে ভয়াবহ আগুন শহর কলকাতায়। নারকেলডাঙা মেইন রোড সংলগ্ন জালা ময়দান এলাকার একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গোডাউনে আগুন লেগে যায়। এদিন সকাল ছ'টা নাগাদ ওই এলাকা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। দমকলে খবর পাঠিয়ে এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ধাপে ধাপে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের ন'টি ইঞ্জিন। চূড়ান্ত তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছোতে বেগ পেতে হয়। দ্রুত ওই আবাসনটি খালি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নামিয়ে আনেন দমকলকর্মীরা।
বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। গতকাল সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী বলেছেন, "আমাকে খুন করতে এই জেলার (মুর্শিদাবাদ) এক পুলিশ সুপার জেলে থাকা এক আসামিকে সুপারি দিয়েছিল। ছেলে জিজ্ঞাসাবাদের নামে তাকে বিভিন্নভাবে প্রেশার করা হতো। যাকে সুপারি দেওয়া হয়েছিল সে এখন তৃণমূলে। জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেবে, এমন বন্দোবস্ত করেছিল।" সাংঘাতিক এই দাবি করলেও এক্ষেত্রে কোনও পুলিশ অফিসারের নাম নেননি বহরমপুরের প্রাক্তন সাংসদ। তবে তাঁর এই দাবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা বেড়েছে।
-
Mar 22, 2025 16:19 IST
West Bengal News Live: জল সংকট হাওড়ায়
জল সংকট এখনও কাটেনি উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার পরিস্থিতি পুরপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা প্রশাসনের। সংকট সামাল দিতে কলকাতা পুরসভার পাশাপাশি এবার কোন্নগর পুরসভা থেকেও জলের ট্যাংক পাঠানো হয়েছে হাওড়ায়। জলের পাইপলাইন মেরামতির কাজের জন্য বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে ফলে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে এবং প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকাজুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়।
-
Mar 22, 2025 16:12 IST
West Bengal News Live: বিজেপির প্রতিবাদ মিছিল
রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদে পথে রাজ্য বিজেপি মহিলা মোর্চা। কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি অধিদপ্তর, বউবাজার পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
-
Mar 22, 2025 15:18 IST
West Bengal News Live:বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের
ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন নূর মহম্মদ লস্কর নামে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোবরামারি গ্রামে। ঘটনায় গুরুতর জখম নূর মহম্মদকে স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। নূর মহম্মদের অভিযোগ তাঁর ছেলে রবিউল আন্দামান থেকে অন্যের স্ত্রীকে নিয়ে এসে বাড়িতে তুলেছে। সেই ঘটনার প্রতিবাদ করলেই তাঁকে মারধর করা হয়। আগেও এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এবার আচমকাই তাঁর উপর দা দিয়ে আঘাত করেন তাঁর ছেলে রবিউল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক।
-
Mar 22, 2025 15:12 IST
West Bengal News Live:ফের 'ট্রিটমেন্ট দাওয়াই' দিলীপ ঘোষের
এবার খড়গপুরে BJP নেতা দিলীপ ঘোষের গ্রেফতারি চেয়ে বিক্ষোভ তৃণমূলের। খড়্গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। দিলীপ ঘোষ বাড়িতে না থাকাকালীন তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ শাসকদলের কর্মীদের। "এবার বাড়িতে ঢুকে মেরে আসব।" শনিবার সকালেই তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। BJP নেতার এই মন্তব্যেই ক্ষোভে ফুঁসছে এলাকার তৃণমূল নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: দিলীপ-বচনে উত্তাল খড়গপুর! প্রবল বিক্ষোভ, ফের 'ট্রিটমেন্ট' দাওয়াই BJP নেতার
-
Mar 22, 2025 14:41 IST
West Bengal News Live:চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় বনগাঁয়
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে 'ভূতুড়ে ভোটার' নিয়ে শাসক থেকে বিরোধী, সোচ্চার সব পক্ষই। এই আবহে এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভোটার তালিকায় চার বাংলাদেশির নাম মিলেছে বলে অভিযোগ উঠেছে। বনগাঁর বৈরামপুর পঞ্চায়েতের সদস্যা পিঙ্কি সরকার বনগাঁর বিডিও-র কাছে ইমেল মারফত এই অভিযোগ করেছেন।
বিস্তারিত পড়ুন- Bongaon News: 'ভোট এলেই ওরা আসে, মিটলেই ফিরে যায় বাংলাদেশে', চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড়
-
Mar 22, 2025 13:36 IST
West Bengal News Live:জামিনে বাড়ি ফিরতেই শান্তনু পেলেন 'বীরের সম্মান'
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) কাণ্ডে তার নাম আষ্টেপৃষ্ঠে জড়িয়েছে। নিয়োগ দুর্নীতির মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন বহিষ্কৃত তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দোপাধ্যায় (Shantanu Banerjee)। আদালতের নির্দেশে জামিনে আপাতত মুক্ত তিনি। সেই শান্তনু শুক্রবার বাড়িতে ফিরতেই পেলেন 'বীরের সম্মান'।
বিস্তারিত পড়ুন- Santanu Banerjee:নিয়োগ-কাণ্ডে কোটি-কোটি টাকা লুঠের অভিযোগ, জামিনে বাড়ি ফিরতেই শান্তনু পেলেন 'বীরের সম্মান'
-
Mar 22, 2025 12:40 IST
West Bengal News Live:আগুনে হুঁশিয়ারি দিলীপের
বছর ঘুরলেই বিধানসভা ভোট। পুরোদমে ময়দানে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। মাঝে কিছু সময় 'বিরতি' নিয়ে ফিরে ফের 'গরমাগরম' মন্তব্যে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত করা শুরু করেছেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সম্প্রতি খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল প্রাক্তন BJP সাংসদের। এবার সেই খড়্গপুরে দাঁড়িয়েই মেজাজ আরও চড়িয়ে মারাত্মক হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'বাড়ি থেকে টেনে এনে মারব', ফের মাঠে নেমে আগুনে হুঁশিয়ারি শুরু ডাকাবুকো দিলীপের
-
Mar 22, 2025 12:23 IST
West Bengal News Live:কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
সাতসকালে ভয়াবহ আগুন শহর কলকাতায়। নারকেলডাঙা মেইন রোড সংলগ্ন জালা ময়দান এলাকার একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরের গোডাউনে আগুন লেগে যায়। এদিন সকাল ছ'টা নাগাদ ওই এলাকা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন। দমকলে খবর পাঠিয়ে এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। ধাপে ধাপে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের ন'টি ইঞ্জিন। চূড়ান্ত তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছোতে বেগ পেতে হয়। দ্রুত ওই আবাসনটি খালি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নামিয়ে আনেন দমকলকর্মীরা।
বিস্তারিত পড়ুন- Kolkata Fire: আবারও কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকায় আগুনে চরম আতঙ্ক
-
Mar 22, 2025 12:17 IST
West Bengal News Live:লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
শনিবার সন্ধের বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফরের সময় পিছিয়েছে। প্রথমে ঠিক ছিল শনিবার অর্থাৎ আজ সকালের বিমানে ব্রিটেনের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। তবে হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের জেরে সেই পরিকল্পনা বাতিল হয়। জানা গিয়েছে, শনিবার সন্ধেয় মুখ্যমন্ত্রী রওনা দেবেন ব্রিটেনের উদ্দেশে।
-
Mar 22, 2025 11:32 IST
West Bengal News Live:শ্যালকের কানে কামড় জামাইবাবুর
পারিবারিক অশান্তির জেরে এবার শ্যালকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা জামাইবাবুর। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে শ্যালকের কানে কামড় দিয়ে তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা জামাইবাবুর। গুরুতর জখম শ্যালক রাজা শ্রীবাস্তব জামাইবাবুর নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বিস্তারিত পড়ুন- Sonarpur News: শ্যালকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা জামাইবাবুর, কারণ জানলে চমকে উঠবেন!
-
Mar 22, 2025 11:16 IST
West Bengal News Live:পুলিশকে কিল-চড়-ঘুঁসি-লাথি
ভাঙড় থানার পর এবার পোলেরহাট থানা। পীরের মেলায় জুয়ার আসর বন্ধ করতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙড়ে আবারও আক্রান্ত পুলিশ। এবার জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন পুলিশ অফিসার ও কনস্টবেলরা। পোলেরহাট থানার এক কস্টবেলকে যথেচ্ছ কিল, চড়, ঘুঁষি মারা হয়। এমনকী পুলিশের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। খবর পেয়ে পোলেরহাট থানা থেকে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করলেও অনেকেই পলাতক। অভিযুক্তদের সন্ধান করছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- Bhangar Incident: আরাবুল-শওকতদের ভাঙড়ে ফেলে মার পুলিশকে, কিল-চড়-ঘুঁসি-লাথি, বাদ গেল না কিছুই!
-
Mar 22, 2025 10:42 IST
West Bengal News Live:ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত
আগামী ২৪ এবং ২৫ মার্চের ব্যাংক ধর্মঘট স্থগিত হয়েছে। ব্যাংক ইউনিয়নগুলির সঙ্গে কেন্দ্রীয় শ্রম কমিশনারের বৈঠক হয়েছে। সমাধানের আশ্বাস মেলাতেই আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে দু'দিনের ব্যাংক ধর্মঘট। তবে ব্যাংক ইউনিয়নের তরফে পেশ করা দাবিগুলি পূরণ না হলে এপ্রিল মাসের শেষের দিকে আবারও ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
-
Mar 22, 2025 10:34 IST
West Bengal News Live:অভিযোগ ওড়ালেন পানিহাটির নয়া চেয়ারম্যান
উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পদত্যাগ করেন পানিহাটির আগের চেয়ারম্যান মলয় রায়। তবে সোমনাথ দে'কে পানিহাটি পুরসভার পুরপ্রধানের দায়িত্ব দেওয়ার পেছনে 'বড় কারণ' রয়েছে বলে মনে করেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। একই ধারণা BJP নেত্রী অগ্নিমিত্রা পালেরও। পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সোমনাথ দে। পানিহাটির ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এর আগে আরজি করের নারকীয় ঘটনার সময়ে রীতিমতো চর্চায় ছিলেন। আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের দেহ দাহের ক্ষেত্রে সোমনাথ দের তৎপরতা নিয়ে সেই সময় প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা-মা। সেই সময় এই সোমনাথ দের ভূমিকা নিয়ে রীতিমতো বিস্ফোরক সব দাবি করেছিল বিরোধী বিজেপি বাম থেকে শুরু করে অন্যান্য দলগুলি।
বিস্তারিত পড়ুন- RG Kar: 'অভয়ার দেহ তড়িঘড়ি পোড়ানোর পুরস্কার', অভিযোগ উড়িয়ে কী বললেন পানিহাটির নয়া চেয়ারম্যান সোমনাথ দে?
-
Mar 22, 2025 09:06 IST
West Bengal News Live:বাস-বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু
ভাঙরের উত্তর কাশিপুর থানার ছেলেগোয়ালিয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে। জানা গেছে, নিউ টাউনের একটি আবাসনে সিকিউরিটি গার্ডের কাজ করতেন ওই যুবক। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে KB 22 বাসের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাইকের দুই আরোহীকে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনার জেরে ক্ষিপ্ত এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
-
Mar 22, 2025 09:03 IST
West Bengal News Live:ভেস্তে যেতে পারে KKR-RCB ম্যাচ?
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ইডেন গার্ডেন্সে আজ IPL-এর প্রথম ম্যাচে মুখোমুখি Kolkata Knight Riders ও Royal Challengers Bengaluru। শহর কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দুর্যোগ তেমন পর্যায়ে পৌঁছোলে কলকাতায় আইপিএল-এর এই প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কাও বাড়ছে।
বিস্তারিত পড়ুন- West Bengal News Live: 'আমাকে খুন করতে জেলে থাকা আসামিকে সুপারি দেয়', বিস্ফোরক দাবি করে কাকে নিশানা অধীরের?