/indian-express-bangla/media/media_files/2025/05/06/mVpmrIWf0VCF1eMkOtrK.jpg)
South 24 Parganas News: সোনারপুরের এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ।
headmistress financial corruption:এবার স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোচ্চার অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা। এই ঘটনায় স্কুল শিক্ষা দফতরে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। এই অভিযোগপত্র পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। তাঁকে অপদস্থ করতেই এই পদক্ষেপ বলে পাল্টা অভিযোগ করে জানিয়েছেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন। এই স্কুলেরই প্রধান শিক্ষিকা ভবানী সরদার মণ্ডল। তাঁর বিরুদ্ধে মিড ডে মিলের (Mid Day Meal) টাকা, স্কুলের উন্নয়নের টাকা তছরূপের অভিযোগ উঠেছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা দানে সরকার যেখানে সমস্ত সুযোগ সুবিধা সম্পুর্ণ বিনামূল্যে দেয় সেখানেও স্কুল ড্রেস, ফর্ম দেওয়া, ভর্তি, এমনকী কোনও ছাত্রছাত্রী ট্রান্সফার নিলে সেক্ষেত্রেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ অভিভাবকদের।
স্কুলেরই এক শিক্ষক প্রতাপ চন্দ্র শাঁখারি তাঁর অভিযোগে জানিয়েছেন, স্কুলের সহ শিক্ষকদের প্রতি প্রধান শিক্ষিকা খারাপ ব্যবহার করেন। বিভিন্নভাবে অভিভাবকদের থেকে টাকা তোলা হয়। এই ঘটনার প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার রোষে তিনিও পড়েছেন বলে দাবি করেছেন।
ওই শিক্ষক বলেন, "নবান্নেও আমি অভিযোগ জানিয়েছি। দক্ষিণ ২৪ পরগনার ডিআই অফিস থেকেও এসেছিলেন এই অভিযোগ খতিয়ে দেখতে। যথাযথ তদন্ত হলে সব আসল তথ্য বেরিয়ে আসবে।" দুর্নীতির জেরে ওই স্কুলে মিড ডে মিলের পরিষেবাও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তাঁর। প্রধান শিক্ষিকার দুর্নীতির জন্যই ওই স্কুলের বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে না বলে অভিযোগ ওই শিক্ষকের।
এদিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ সেই প্রধান শিক্ষিকা ভবানী সরদার মণ্ডল বলেন, "২০২২ সালের ডিসেম্বর মাসে আমি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব নিয়েছি। তারপর থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যেদিন থেকে এই চেয়ারে বসেছি সেদিন থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কোনও বিষয় নিয়ে আলাদা করে কিছু বলতে পারব না। আমার সব শিক্ষকরাই আমার সঙ্গে আছেন। শুধু একজন শিক্ষকই ষড়যন্ত্র করছেন।"
এদিকে এই ঘটনার তদন্তে স্কুলে আসেন সার্কেল ইন্সপেক্টরও। শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়েছেন। কোনও প্রশ্নেরই তিনি উত্তর দেননি।