Advertisment

Durga Puja 2024: অভাবনীয় দক্ষতায় অভূতপূর্ব সৃষ্টি! মা দুর্গার মূর্তি গড়ে গিনেসবুকে নাম তুলতে চান জয়মাল্য

Durga Puja 2024: এর আগেও নিদারুণ দক্ষতায় নানা তাক লাগানো সব সামগ্রী বানিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই যুবক। এবারও মা দুর্গার মূর্তি বানিয়েছেন এই যুবক।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Jayamalya Mandal made an idol of Goddess Durga with bay leaves, জয়মাল্য মণ্ডল, তেজপাতা, দুর্গাপুজো

পাড়ার মণ্ডপেই পূজিত হবেন যুবকের হাতে তৈরি মা দুর্গা। ছবি: মীনা মণ্ডল।

Durga Puja 2024-Success Story: তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই যুবক। তাঁর অনন্য কীর্তির কথা এলাকায় ছড়িয়ে পড়তেই রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে। এই যুবকের অপরূপ সৃষ্টি একবার চাক্ষুস করতে ফি দিন ঢল নামছে তাঁর বাড়িতে। তাঁর হাতে তৈরি এক চালার প্রতিমা এবার তাঁরই পাড়ার পুজোমণ্ডপে পূজিত হবেন। 

Advertisment

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা জয়মাল্য মণ্ডল। একচালায় তেজপাতা দিয়ে দুর্গা (Durga) প্রতিমা বানিয়েছেন জয়মাল্য। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও অসুরের মূর্তিও তিনি তৈরি করেছেন তেজপাতা দিয়েই। পুজো মিটলে এই তেজপাতার দুর্গা প্রতিমা জয়মাল্য গিনেসবুকে (guinness book) পাঠাতে চান।

সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই আঁকার  প্রতি বাড়তি ঝোঁক ছিল তাঁর। এরই পাশাপাশি নিজে হাতে তৈরি কিছু জিনিস বানানোর শকও ছিল তাঁর প্রবল। নিজের খেয়ালেই এর আগেও তাকলাগানো সব সামগ্রী বানিয়েছেন জয়মাসল্। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনাো। হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজে মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেন জয়মাল্য। 

আরও পড়ুন- Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, জখম BJP নেতার নিশানায় কে?

আরও পড়ুন- Classical Language: বাংলাকে 'ধ্রপদী ভাষা'র সম্মান, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

তাঁর এই কীর্তি দেখে এলাকার বাসিন্দারাও অবাক হয়েছিলেন। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানিয়ে ফেলেছিলেন জয়মাল্য। এবার তিনি তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানান জয়মাল্য। প্রতি বছরের মত এই বছরেও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় পাড়ার ক্লাবে দুর্গাপুজো হবে। 

আরও পড়ুন- Durga Puja 2024: এই পুজো শুরুর নেপথ্যে ছিলেন সম্রাট শেরশাহ, স্বপ্নাদেশে মা দুর্গার আরাধনা শুরু এবাড়িতে

আরও পড়ুন- West Bengal Weather Update: বঙ্গোপসাগরে আজই তৈরি নিম্নচাপ, পুজোর মুখে কাঁপানো বৃষ্টি কোন কোন জেলায়?

South 24 Pgs Devi Durga Durga Puja Durga Puja 2024
Advertisment