Durga Puja 2024-Success Story: তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে সাড়া ফেলে দিয়েছেন এই যুবক। তাঁর অনন্য কীর্তির কথা এলাকায় ছড়িয়ে পড়তেই রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে। এই যুবকের অপরূপ সৃষ্টি একবার চাক্ষুস করতে ফি দিন ঢল নামছে তাঁর বাড়িতে। তাঁর হাতে তৈরি এক চালার প্রতিমা এবার তাঁরই পাড়ার পুজোমণ্ডপে পূজিত হবেন।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা জয়মাল্য মণ্ডল। একচালায় তেজপাতা দিয়ে দুর্গা (Durga) প্রতিমা বানিয়েছেন জয়মাল্য। দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও অসুরের মূর্তিও তিনি তৈরি করেছেন তেজপাতা দিয়েই। পুজো মিটলে এই তেজপাতার দুর্গা প্রতিমা জয়মাল্য গিনেসবুকে (guinness book) পাঠাতে চান।
সোনারপুর কলেজের ইতিহাস অনার্সের ছাত্র জয়মাল্য। ছোটবেলা থেকেই আঁকার প্রতি বাড়তি ঝোঁক ছিল তাঁর। এরই পাশাপাশি নিজে হাতে তৈরি কিছু জিনিস বানানোর শকও ছিল তাঁর প্রবল। নিজের খেয়ালেই এর আগেও তাকলাগানো সব সামগ্রী বানিয়েছেন জয়মাসল্। এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনাো। হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজে মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেন জয়মাল্য।
আরও পড়ুন- Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি, গুলি চলার অভিযোগ, জখম BJP নেতার নিশানায় কে?
আরও পড়ুন- Classical Language: বাংলাকে 'ধ্রপদী ভাষা'র সম্মান, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
তাঁর এই কীর্তি দেখে এলাকার বাসিন্দারাও অবাক হয়েছিলেন। তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানিয়ে ফেলেছিলেন জয়মাল্য। এবার তিনি তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন। এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানান জয়মাল্য। প্রতি বছরের মত এই বছরেও জয়মাল্যর তৈরি এই প্রতিমায় পাড়ার ক্লাবে দুর্গাপুজো হবে।