Kolkata Metro: পুজোর মুখে কলকাতা শহরে কেনাকাটার ধুম পড়ে গিয়েছে। সেই কারণেই পাতালপথে বিপুল ভিড় চোখে পড়ছে ফি দিন। যাত্রীদের সুবিধার্থে তাই এই বিরাট ভিড় সামাল দিতে অন্য উদ্যোগ কলকাতা মেট্রোর। চালানো হচ্ছে বাড়তি রেক। প্রাক-পুজোর ভিড়ের কথা মাথায় রেখে, আজ শনিবার অর্থাৎ ৫ অক্টোবর ২০২৪ থেকে আগামী বুধবার অর্থাৎ ৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১১৮টি মেট্রো বদলে গ্রিন লাইন –২-এ ১৩০টি মেট্রো চালানো হবে।
মেট্রোর তরফে দেওয়া বিবৃতি:
প্রথম পরিষেবা:
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে সকাল ৭ টায়
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সকাল ৭টায়।
শেষ পরিষেবা:
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাত ৯.৪৫ মিনিটে।
রাত ৯.৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান।
আরও পড়ুন- West Bengal Weather Update: নিম্নচাপের জেরে ফের বৃষ্টি একাধিক জেলায়, পুজোর দিনগুলিতেও প্রবল দুর্যোগ?
মেট্রো পরিষেবাগুলি ২০ মিনিটের পরিবর্তে ১২ এবং ১৫ মিনিটের ব্যবধানে মিলবে।
মেট্রো ৬.১০.২৪ তারিখ অর্থাৎ রবিবার ৪৬টির বদলে ৮২টি ট্রেন চালাবে।
আরও পড়ুন- Durga Puja 2024: পুজোর মধ্যে কলকাতায় আন্দোলন চললে কী করবে পুলিশ? সাফ জানালেন CP
প্রথম পরিষেবা:
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুপুর ১.৫৫ মিনিটে।
দুপুর ২টোয় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান
আরও পড়ুন- Durga Puja 2024: গম্ভীরা গান থেকে পুতুল নাচ, মালদার পুজোয় এবারেও চমকের ছড়াছড়ি!
শেষ পরিষেবা:
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাত ১০টায়।
রাত ১০টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান।
এই পরিষেবাগুলি ২০ মিনিটের পরিবর্তে ১২ মিনিটের ব্যবধানে মিলবে।