Advertisment

South 24 Parganas News: ৬৫ বছরের বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ, হাড়হিম কাণ্ডে তোলপাড়

Gosaba Murder: এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ তড়িঘড়ি এলাকায় ছুটে যায়। দ্রুত শুরু হয় ঘটনার তদন্ত। মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
rape and murder of old woman,gosaba,South 24 Parganas News,আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণ করে খুন, গোসাবা,দক্ষিণ ২৪ পরগনা

Gosaba Murder: ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Allegation of rape and murder of old woman in Gosaba: এবার ৬৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। তাঁকে জোর করে মদ্যপান করানো হয় বলেও অভিযোগ উঠেছে। আদিবাসী ওই বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এই ঘটনা রীতিমতো চর্চায়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গ্রামবাসীরা। 

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অভিযুক্ত ওই যুবক মদ নিয়ে আদিবাসী ওই মহিলার বাড়িতে গিয়েছিল। সেখানে ওই মহিলা ও তাঁর ছেলেকে জোর করে মদ খাওয়ায় ওই যুবক। ওই মহিলার বাড়িতে সেই সময় তাঁর ছেলে-বউমা ছিলেন। বৃদ্ধার পুত্রবধূ যুবককে বাড়ি থেকে চলে যেতে বললেও সে কথায় পাত্তা দেয়নি। এদিকে মদের নেশায় বৃদ্ধার ছেলে একপ্রকার বেহুঁশ হয়ে গিয়েছিল। 

এরই ফাঁকে বৃদ্ধার পুত্রবধূ প্রতিবেশীদের ডাকতে বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি ফিরে আসার পথেই ওই যুবককে তাঁদের বাড়ি থেকে চলে যেতে দেখেন। বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর শাশুড়ি অসুস্থ অবস্থায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছেন। দ্রুত প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। ওই রাতেই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। 

আরও পড়ুন- Kolkata Airport: দক্ষিণ-পূর্ব এশিয়ার কানেক্টিং হাব হবে কলকাতা বিমানবন্দর, দুরন্ত পরিকল্পনা কেন্দ্রের

Advertisment

অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দেওয়া হয়। ততক্ষণে খবর পেয়ে পুলিশ এসে পড়ে গ্রামে। বেধড়ক মারধরের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ওই মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে তাঁকে ধর্ষণ করা হয়েছে কিনা সেব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর দুর্নীতি মামলায় আগামীকালই চার্জ গঠন, সিবিআইকে বিরাট নির্দেশ আদালতের

rape Murder South 24 Pgs Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment