Allegations of beating a young man to death in Bhatpara: যত কাণ্ড যেন সেই ভাটপাড়াতেই! এবার সামান্য বচসা থেকে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, নিহত যুবক অভিযুক্তেরই আত্মীয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এবার ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মহম্মদ হামিদ। তাকে খুনের অভিযোগ উঠেছে তারই এক আত্মীয়ের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক ও অভিযুক্ত একই বাড়িতে থাকতেন। গতকাল হঠাৎ দু'জনের মধ্যে কোন ওবিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়ে যায়। সেই বচসার জেরেই হামিদকে বেধড়ক মারধর করতে শুরু করে তার আত্মীয় মহম্মদ ভীমা নামে ওই ব্যক্তি। চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসেন।
আরও পড়ুন- West Bengal News Live:সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে তৃণমূল নেতার বাড়িতেই চুরি, পুলিশ কী জানাল?
তাঁরাই আহত অবস্থায় মহম্মদ হামিদ নামে ওই যুবককে উদ্ধার করে তড়িঘড়ি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ওই হাসপাতালেই চিকিৎসা চলাকালীন মহাম্মদ হামিদ নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন- Kolkata Metro: পাতালপথে আরও এক গর্বের ইতিহাস রচনা কলকাতা মেট্রোর, তাকলাগানো সাফল্য চর্চায়
এদিকে ওই যুবকের মৃত্যুর পরপরই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই খুনের ঘটনায় রাজনীতির যোগ নেই বলেই মত স্থানীয় BJP এবং তৃণমূল নেতৃত্বের। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিজেপিও বিষয়টিতে রাজনীতির রং লাগায়নি। তবে এলাকার আইনশৃঙ্খলার পরিবেশের অবনতির অভিযোগ তুলে পুলিশ প্রশাসনকেই দায়ী করেছে গেরুয়া দল।