kolkata metro carried 21 crore 81 lakh passengers in year 2024-25: পাতালপথে এ যেন এক নতুন ইতিহাস রচনা করে ফেলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিবৃতি জারি করে তাঁদের এই গৌরবের যাত্রার কথা বিস্তারিতভাবে জানানো হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা মেট্রো রেল ২১.৮১ কোটি যাত্রী পরিবহণ করেছে। ২০২৩-২৪ সালে ১৯.২৫ কোটি যাত্রী পরিবহণের তুলনায় এটি ১৩.৩০% বেশি। বর্তমানে ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা উপলব্ধ রয়েছে।
এর মধ্যে, মেট্রো রেলের ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) সম্প্রতি শেষ হওয়া আর্থিক বছরে অর্থাৎ ২০২৪-২৫ সালে ১৮.৯৩ কোটি যাত্রী পরিবহন করেছে, যা ২০২৩-২৪ সালে ১৭.৯৪ কোটি যাত্রী পরিবহনের তুলনায় ৫.৫১% বেশি। অন্যদিকে, গ্রিন লাইন-২ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড) ২০২৪-২৫ সালে ১.৩৯ কোটি যাত্রী পরিবহন করেছে কারণ মেট্রো রেল গত বছরের মার্চ থেকে হুগলি নদীর নীচ দিয়ে চলাচল শুরু করেছে।
মেট্রোর গ্রিন লাইন-১ (শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ভি) ২০২৪-২৫ সালে ১.৪১ কোটি যাত্রী পরিবহন করেছে, যা ২০২৩-২৪ সালের ১.২২ কোটি যাত্রী পরিবহণের তুলনায় ১৫.৫৭% বেশি। গত আর্থিক বছরে কলকাতা মেট্রোর পার্পল লাইনে (জোকা থেকে মাঝেরহাট) ১.৭৬ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন, যা ২০২৩-২৪ সালের ১.৩৪ লক্ষ যাত্রী পরিবহণের তুলনায় ৩১.৩৪% বেশি। গত আর্থিক বছরে মেট্রোর অরেঞ্জ লাইনে (কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়) ৫.৯২ লক্ষ যাত্রী ভ্রমণ করেছেন।
আরও পড়ুন- Humayun Kabir: তৃণমূলের হুমায়ুনের হাতে 'ভগবদ গীতা', শুভেন্দুকে নিয়ে শোনালেন 'বড় কথা'!
দিন যত এগোচ্ছে মেট্রোরেল যাত্রী পরিষেবা আরও বেশি মসৃণ করতে নানাবিধ তৎপরতা নিচ্ছে। শহর কলকাতা ও সংলগ্ন শহরতলীর একটি বড় অংশের যাত্রী তাই তাঁদের দৈনন্দিন যাতায়াতের মাধ্যম হিসেবে পাতালরেলকেই বেছে নিচ্ছেন। গত ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় ২০২৪-২৫ আর্থিক বছরে মেট্রোরেলের যাত্রী পরিবহণ ১৩ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ার ঘটনা সেটাই প্রমাণ করেছে।
আরও পড়ুন- BJP: 'এই পরিবেশে দলের কোনও দায়িত্বে থাকছি না, অব্যাহতি নিলাম', BJP বিধায়কের পোস্টে তোলপাড়