Advertisment

PM Awas Yojana: অন্যের আবাস যোজনার টাকায় দিব্যি ঘরবাড়ি! তৃণমূল নেতাকেই দুষছেন বঞ্চিত প্রকৃত উপভোক্তা

PM Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার নামখানায়। দুর্নীতিতে তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকেই দায়ী করেছেন বঞ্চিত উপভোক্তা।

author-image
Mina Mondal
New Update
PM Awas Yojana Scam Namkhana Mousuni Island: প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতি নামখানা মৌসুনী দ্বীপ

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ।

Allegations of corruption in Pradhan Mantri Awas Yojana in Mousuni Island in Namkhana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আবারও প্রকাশ্যে এসেছে। প্রকৃত উপভোক্তার টাকা অন্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা তুলে নিয়ে ইতিমধ্যেই সেই মহিলা বাড়িও করে ফেলেছেন। গোটা ঘটনায় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বঞ্চিত উপভোক্তা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানার।

Advertisment

নামখানার মৌসুনীতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত উপভোক্তার টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে। তিন ধাপে ১ লক্ষ ২০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ গ্রামের অন্য এক মহিলার বিরুদ্ধে। অথচ আবাস যোজনার পোর্টালে টাকা ঢোকার সব নথি দেখাচ্ছে বঞ্চিত উপভোক্তার নামে। বঞ্চিত উপভোক্তার দাবি, "তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য কাটমানি খেয়ে অন্যের অ্যাকাউন্টে এই টাকা ঢুকিয়েছে।" বঞ্চিত ওই উপভোক্তা নামখানার বিডিও, কাকদ্বীপের মহকুমাশাসক ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন। 

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মৌসুনির বাঘডাঙার বাসিন্দা আরতি মাইতি। গত ২০২০-‌২১ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরতির নাম বিবেচিত হয়। কিন্তু তৎকালীন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রকৃত উপভোক্তা আরতি মাইতিকে না দিয়ে গ্রামের অন্য এক আরতি মাইতির অ্যাকাউন্টে এই টাকা ঢোকায় বলে অভিযোগ। যে আরতি মাইতি আবাসের টাকা পেয়েছেন তাঁর নাম তালিকায় ছিল না।

আরও পড়ুন- West Bengal News Live: উত্তর ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু! পুলিশি তদন্তে গ্রেফতার এক মহিলা

আরও পড়ুন- Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনার সমীক্ষা শেষ, তালিকায় ক্ষোভ-বিদ্রোহের আবহেই টাকা ছাড়ার তোড়জোড় তুঙ্গে

আরও পড়ুন- Kolkata Pollution: রাজধানী দিল্লির সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা! মহানগরীর দূষণ নিয়ে উদ্বেগ এবার চরমে

তবে তিনি টাকা পেয়ে বাড়ি করেছেন। কিন্তু সরকারি পোর্টালে বঞ্চিত আরতি মাইতির সমস্ত নথি থাকা সত্ত্বেও কী করে অন্য আরতি মাইতির অ্যাকাউন্টে টাকা ঢুকল তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আবাস যোজনার টাকা প্রাপক আরতি মাইতি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। স্থানীয় মৌসুনি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান আব্দুল কাইউম খান ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুল। নামখানার বিডিও অমিত সাহু ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

PM Awas Yojana Scam mousuni island tmc
Advertisment