Amarnath Yatra: অমরনাথ যাত্রা পথে কুলগামে ভয়াবহ পথদুর্ঘটনা, তিনটি বাসের সংঘর্ষে আহত ১০ জনেরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে (GMC) স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
অমরনাথ যাত্রা পথেই এবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের খুদওয়ানি এলাকায় তীর্থযাত্রী বোঝাই তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে (GMC) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বালতালের দিকে রওনা হওয়া তীর্থযাত্রীদের কনভয় তাচলু ক্রসিং এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই প্রশাসন এবং উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার জেরে সাময়িক চাঞ্চল্য তৈরি করেছে, তবে অমরনাথ যাত্রা পুরোদমে ও পূর্ণ উৎসাহে চলছে। এ বছর যাত্রা শুরু হয়েছে ৩ জুলাই থেকে এবং এখনও পর্যন্ত প্রায় ১.৮২ লক্ষ তীর্থযাত্রী গুহামন্দির দর্শন করেছেন। রবিবার আরও ৭,০৪৯ জন তীর্থযাত্রী জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর এই বছর যাত্রাপথে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে মোতায়েন রয়েছে প্রায় ৮,৫০০ সেনা। মোতায়েন করা হয়েছে ড্রোন নজরদারি, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, ও জরুরি চিকিৎসা পরিষেবা। অমরনাথ যাত্রা শেষ হবে ৯ আগস্টে শ্রাবণ পূর্ণিমায়।