Amartya Sen:ভিনরাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে সরব অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদের মন্তব্য জোর চর্চায়!

Bengali harassment: ভিনরাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। এবার বিষয়টি নিয়ে সরব অমর্ত্য সেন।

Bengali harassment: ভিনরাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। এবার বিষয়টি নিয়ে সরব অমর্ত্য সেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Amartya Sen, protest, Bengali harassment, outside West Bengal, other states, discrimination, Bengali rights, social justice, political reaction, statement, August 2025,অমর্ত্য সেন, প্রতিবাদ, বাঙালি নির্যাতন, ভিনরাজ্য, অন্য রাজ্যে, বৈষম্য, বাঙালির অধিকার, সামাজিক ন্যায়, রাজনৈতিক প্রতিক্রিয়া, বিবৃতি, অগাস্ট ২০২৫

Amartya Sen: অমর্ত্য সেন।

Amartya Sen-Bengali harassment:এবার ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতন নিয়ে সরব হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল শান্তিনিকেতনের 'প্রতীচী'তে ফিরেছেন বর্ষীয়ান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। সেখানেই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের প্রসঙ্গ ওঠে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অমর্ত্য সেন।

Advertisment

গতকাল অমর্ত্য সেন বলেছেন, "শুধু বাঙালি কেন দেশের যে কোনও প্রান্তে মানুষ যদি অন্য কোথাও গিয়ে হেনস্থার শিকার হন, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। বাঙালিদের ওপর অত্যাচার হলে বা তাদের অবহেলা করা হলে সেক্ষেত্রে আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধুমাত্র বাঙালিদের বিষয় নয়। ভারতের যে কোনও নাগরিক যদি অন্য কোনও রাজ্যে গিয়ে নির্যাতিত হন আমাদের সেই ঘটনাতেও একইভাবে আপত্তি তোলার কারণ রয়েছে।"

সম্প্রতি, গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ওপর অত্যাচার, হেনস্থার অভিযোগ সামনে আসছে। অধিকাংশ ক্ষেত্রে মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ। 

Advertisment

আরও পড়ুন- LPG price cut:পুজোর মুখেই বাম্পার সুখবর! মাসের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাঙালি হেনস্থা নিয়ে দিল্লিতেও সোচ্চার হয়েছেন তৃণমূলের সাংসদরা। সংসদের অন্দরেও বাঙালি হেনস্থা নিয়ে সোচ্চার হয়েছেন জোড়াফুলের সাংসদরা। 

আরও পড়ুন- Kolkata news live updates:হাজার-হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি, দেশের প্রখ্যাত শিল্পপতিকে তলব ED-র

amartya sen Bengali News Today