gas cylinder price drop:ফের এক দফায় দাম কমলো রান্নার গ্যাসের। আজ ১ আগস্ট থেকে দেশের তেল উৎপাদনকারী সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম কমানোর কথা জানিয়েছে। আজ ১ আগস্ট থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে।
বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৩ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমানো হলেও এখনই বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়নি। গৃহস্থকে পুরনো দামেই কিনতে হবে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার।
সামনেই উৎসবের মরশুম পুরোদমে শুরু। ঠিক তার আগে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় খানিকটা হলেও স্বস্তিতে ছোট-মাঝারি খাবারের দোকানগুলি। এক ধাক্কায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে ৩৩ টাকা ৫০ পয়সা। শুক্রবার কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম হল ১৭৩৬ টাকা।
আরও পড়ুন- Kolkata weather update:আজও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, দোসর ঝোড়ো হাওয়া, প্রবল দুর্যোগ চলবে কতদিন?
উল্লেখ্য, প্রতি মাসের শুরুর দিকে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম পর্যালোচনা করে দেশের তেল বিপণন সংস্থাগুলি। সেই পর্যালোচনার পরই গ্যাসের দাম বাড়ানো হবে নাকি কমানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন- Durga Puja grant:দুর্গাপুজোর অনুদান বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা, সব সরকারি ফি মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সব দিক দেখে আজ ১ আগস্ট থেকে এবার বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩৩ টাকা ৫০ পয়সা কমানোর ঘোষণা করেছে তেল সংস্থাগুলি।
আরও পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীদের জন্য বড় খবর! এই দিন বন্ধ থাকবে পরিষেবা, দুর্ভোগ এড়াতে জানুন বিশদে