Electricity Bill: বিদ্যুতের বিল (Electricity Bill) বেড়ে যাওয়ার সমস্যাটা এখন ঘরে ঘরে। শহর হোক কিংবা মফস্বল বা গ্রামীণ এলাকা, মাসে মাসে বিদ্যুতের বিল মেটাতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে আমআদমিকে। তবে আপনি কি জানেন রাজ্য সরকারের একটা দারুণ প্রকল্প রয়েছে। যে প্রকল্পের আওতাভুক্ত হতে পারলে বিদ্যুৎ দিলে দারুণ ছাড় পাবেন। এব্যাপারে বিস্তারিতভাবে বিশেষ এই প্রতিবেদনে আলোচনা করা হল।
দিন যত এগোচ্ছে মানুষ প্রযুক্তিকে আরও কাছে টেনে নিচ্ছে। দৈনন্দিন সব কাজেই ইলেকট্রনিক্স গেজেটসের ব্যবহার বেড়েই চলেছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, মিক্সার গ্রাইন্ডার ছাড়াও নিত্য নতুন সব বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ছে ঘরে ঘরে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিদ্যুৎ বিলের খরচও। তবে রাজ্য সরকারের একটি বিশেষ প্রকল্প রয়েছে। এই প্রকল্পটি চালু করে তৃণমূল নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার।
'হাসির আলো' নামের এই প্রকল্পে মাসিক ২৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ হলে, সংশ্লিষ্ট পরিবারটিকে বিদ্যুৎ বিল বাবদ কোনও খরচই দিতে হয় না। রাজ্যের এই প্রকল্পের নিয়ম অনুযায়ী কোনও পরিবার যদি তিন মাসের মধ্যে ৭৫ কিংবা তার কম ইউনিট বিদ্যুৎ খরচ করেন তবে তাহলে তাদের কোনও রকম টাকা দিতে হবে না। এরপর থেকে ১০ ইউনিট অবধি প্রতি ইউনিটে আড়াই টাকা করে ছাড় দেবে সরকার।
আরও পড়ুন- Kolkata Metro: যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! জীবন বাঁচাতে নজিরবিহীন তৎপরতা
তবে বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন যে এই প্রকল্পের সুবিধা সমাজের সব স্তরের মানুষজন পাবেন না। শুধুমাত্র দারিদ্র সীমার নিচে বসবাসকারী অর্থাৎ BPL তালিকাভুক্ত পরিবারগুলির জন্যই 'হাসির আলো' প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল সংক্রান্ত এই সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারগুলির জন্য বিদ্যুতের বিলের বোঝা কমাতে এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের সুবিধা আপনিও পেতে চাইলে নিকটবর্তী বিদ্যুৎ দফতরের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন- Kali Puja 2024: ডাকাতদের হাতে পুজোর শুরু, পাঁচ-বোনের এই কালীপুজোর নিয়ম জানলে অবাক হবেন