এবার থেকে গাড়ির নম্বরপ্লেট দেখে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন গাড়িটি পশ্চিমবঙ্গের কোন জেলার। শুধু গাড়ির নম্বরপ্লেটটির দিকে চোখ রেখে দু'-একটি জিনিস একটু দেখে নিতে হবে। তাহলেই খুব সহজেই বুঝে যাবেন গাড়িটি বাংলার কোন জেলার।
এবার থেকে গাড়ির নম্বরপ্লেট দেখেই বুঝে নিতে পারবেন গাড়িটি কোন জেলার। পশ্চিমবঙ্গের গাড়ির স্টেট কোড হয় WB এবং তার পরের দুটি সংখ্যা হল RTO কোড। এই নিয়মেই 01-08 হল কলকাতার RTO কোড। অর্থাৎ WB-এর 01-08 পর্যন্ত লেখা থাকলেই বুঝে নিতে হবে গাড়িটি শহর কলকাতার মধ্যে থাকা কোনও এলাকার।
গাড়িতে WB-এর পরে 11 বা 12 লেখা থাকলে সেটি হাওড়ার। 13 বা 14 হলে উলুবেড়িয়ার, 15, 16, 17,18 হুগলির RTO কোড। 19, 20 আলিপুরের, 23, 24 ব্যারাকপুরের, 25, 26 বরাসতের RTO কোড। একইভাবে 29, 30 তমলুকের, 33, 34, 36 মেদিনীপুরের, 37, 38, 44 আসানসোলের ও 39, 40 দুর্গাপুরের RTO কোড।
আরও পড়ুন- Ceiling Fan Speed: লাট্টুর মতো ঘুরবে ফ্যান, ঘরে ঝড় বয়ে যাবে, শুধু এই কাজটি করুন ঝটপট
অন্যদিকে, গাড়ির নম্বর প্লেটে WB-এর পর 41, 42 লেখা থাকলে সেটি হবে বর্ধমানের। 47, 48 লেখা থাকলে তা হবে বোলপুরের। ৫১, ৫২ নদিয়ার, 43 কালনার, 53, 54 বীরভূমের, 55, 56 পুরুলিয়ার, 59, 60 রায়গঞ্জের, 61, 62 বালুরঘাটের, 63, 64 কোচবিহারের, 65, 66 মালদার, 69, 70 আলিপুদুয়ারের গাড়ি। 71, 72 জলপাইগুড়ির, 73, 74 শিলিগুড়ির, 78, 79 কালিম্পঙের, 76, 77 দার্জিলিঙের, 89, 90 কল্যাণীর, 97, 98 ডায়মন্ড হারবারের, 95, 96 বারুইপুরের এবং 99 জয়নগরের RTO কোড।
আরও পড়ুন- AC Machine: AC নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা! এই সমস্যাটি দেখলেই সতর্ক হোন! নয়তো বিপদের শেষ থাকবে না