Anurbarata-Kajal: ধীরে ধীরে বীরভূম কব্জায় নিচ্ছেন কেষ্ট! কাজলকে 'ধাক্কা' দিতেই 'বিরাট চাল'

Anubrata Mondal-Kajal Sheikh: অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর থেকে বীরভূমের রাজনীতিতে প্রভাব বাড়তে শুরু করে কাজল শেখের। তবে ধীরে ধীরে কাজলের প্রভাব কমাতে ঘুটি সাজাচ্ছেন কেষ্টও।

Anubrata Mondal-Kajal Sheikh: অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে যাওয়ার পর থেকে বীরভূমের রাজনীতিতে প্রভাব বাড়তে শুরু করে কাজল শেখের। তবে ধীরে ধীরে কাজলের প্রভাব কমাতে ঘুটি সাজাচ্ছেন কেষ্টও।

author-image
Ashis Kumar Mondal
New Update
Kajal Sheikh has been given Y Plus category security: কাজল শেখকে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা

Kajal Sheikh-Anubrata Mondal: কাজল শেখ ও অনুব্রত মণ্ডল।

Birbhum News: এবার জেলা পরিষদে নিজের অনুগামীকে কো-মেন্টর পদে বসিয়ে 'নতুন খেলা' শুরু অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। কাজল শেখের (Kajal Sheikh) প্রভাবে ধাক্কা দিতেই কেষ্টর এই 'স্ট্রোক' বলে মনে করছে দলের একাংশ। তবে কোনও মন্তব্য না করেই কো-মেন্টরকে অভ্যর্থনা জানিয়েছেন কাজল শেখ।

Advertisment

প্রসঙ্গত, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঠান্ডা লড়াই দীর্ঘদিনের। সেই আবহে জেলা পরিষদের কো-মেন্টর পদে দলের আদিবাসী সেলের জেলা সভাপতি বুদ্ধদেব হাঁসদাকে বসিয়ে 'মাস্টারস্ট্রোক' দিলেন অনুব্রত। জেলার রাজনীতিতে বুদ্ধদেব কেষ্ট ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। দিন দুয়েক আগে কোর কমিটির বৈঠক না হওয়ায় কাজল-কেষ্ট ঘনিষ্ঠদের বাকযুদ্ধ জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। এবার সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদাকে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে কাজলকে জোর ধাক্কা দেওয়া হল বলে মনে করছে তৃণমূলের একাংশ।
 
২০২১ সালে অনুব্রত মণ্ডলের হাত ধরে সদলবলে তৃণমূলে যোগ দিয়েছিলেন বুদ্ধদেব। সেই সময় অনুব্রত প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন বুদ্ধদেবকে জেলার গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে বসানো হবে। বলা যায় তারই ফলশ্রুতিতে বুদ্ধদেব আদিবাসী সেলের জেলা সভাপতির পদ পান। তাঁর ওই পদপ্রাপ্তিতে দলে কোন আলোড়ন ওঠেনি। কিন্তু জেলা পরিষদের কো-মেন্টর মনোনীত হওয়ায় জল্পনা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের মেন্টর এবং কো-মেন্টর সরকার মনোনীত করে। উন্নয়নমূলক কাজে অংশ নেওয়া তথা জেলা পরিষদকে পরামর্শ দেওয়াই তাঁদের কাজ। বর্তমানে মেন্টর রয়েছেন জেলা কোর কমিটির অন্যতম সদস্য তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা। কো-মেন্টর ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- SSC protest LIVE: চাকরিহারাদের ঘেরাও-বিক্ষোভে উত্তাল কলকাতা, 'বড় ভরসা' জুগিয়ে এবার কী বললেন মুখ্যমন্ত্রী?

তিনি বর্তমানে ময়ূরেশ্বর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। প্রশাসনিক সূত্রের খবর, বুদ্ধদেবকে তাঁরই স্থলাভিষিক্ত করা হয়েছে। বুদ্ধদেবের ওই পদপ্রাপ্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। দলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সভাধিপতি থাকাকালীন ভালো কাজ করার জন্য জাতীয় পুরস্কার পায় বীরভূম জেলা পরিষদ। সেই প্রসঙ্গে অনুব্রত কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, "জেলা পরিষদটা দেখতে হবে। আমরা ১ নম্বরে ছিলাম। ১১ নম্বরে পিছিয়ে গিয়েছি।"

Advertisment

আরও পড়ুন- Adhir Chowdhury:'অঙ্কটা নিজে কষুন, কত লোককে দিচ্ছেন আর কত চাকরি খাচ্ছেন', মমতাকে তুলোধনা অধীরের

স্বভাবতই অনুব্রত অনুগামীর জেলা পরিষদের কো-মেন্টর মনোনয়ন নতুন মাত্রা যোগ করেছে। বুদ্ধদেব অবশ্য সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে বলেছেন, 'দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা পালন করেছি। মুখ্যমন্ত্রী ভরসা করে যে দায়িত্ব দিলেন তাও যথাযথ পালন করব।' অনুব্রতর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কাজল শেখ বলেন, “রাজ্যস্তর থেকে কো-মেন্টরের নাম পাঠিয়েছে। আমরা তাঁকে অভ্যর্থনা জানালাম। সকলে মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব”। 

আরও পড়ুন- Mamata Banerjee: 'যোগ্য-অযোগ্য দেখতে রাজ্য আছে, আদালত আছে, তালিকার প্রয়োজন নেই', সাফ বললেন মুখ্যমন্ত্রী

জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, বিষিয়টি তাঁর জানা নেই। তাই কোন মন্তব্য করবেন না। তবে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাজ্য প্রশাসন থেকে জেলা পরিষদের কো - মেন্টর হিসাবে বুদ্ধদেব হাঁসদার নাম পাঠানো হয়েছে। এদিন জেলা পরিষদে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সভাধিপতি কাজল শেখ। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা।

Bengali News Today Birbhum kajal shaikh Anubrata Mandol