Anubrata Mondal on Mamta Banerjee: দু'বছরেরও বেশি সময় পার করে বীরভূমের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। "দিদির আশীর্বাদে ভালোই আছি। আমি দিদির পাশেই আছি।" সাংবাদিকদের বলেছেন কেষ্ট মণ্ডল। কলকাতা বিমানবন্দর থেকে সোজা গাড়িতে মেয়ে সুকন্যাকে নিয়ে বোলপুরের বাড়িতে রওনা দেন অনুব্রত মণ্ডল।
Advertisment
গরু পাচার (Cow Smuggling) মামলায় ২০২২ সালের ১১ আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। পরে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। পরবর্তী সময়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। বাবা-মেয়ে দু'জনেরই ঠাঁই হয় দিল্লির তিহাড় জেলে। তবে আপাতত দু'জনেই জামিনে মুক্ত।
প্রথমে মেয়ে তার ঠিক কয়েকদিন পরেই বাবা, অনুব্রত-সুকন্যাকে জামিনে মুক্তি দেয় আদালত। মঙ্গলবার ভোরে কলকাতায় ফেরেন বাবা-মেয়ে। তারপরেই গাড়িতে করে তাঁরা রওনা দেন বোলপুরের নিচুপট্টির বাড়ির উদ্দেশ্যে।
গাড়িতে করে বীরভূমে ফেরার পথে বর্ধমানের পর একটি জায়গায় খানিকক্ষণের জন্য থামে অনুব্রত মণ্ডলের গাড়ি। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আদালতের রায়কে সব সময় সম্মান করি। আমি আইন মেনে চলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সুস্থ আছি। দিদির জন্য আছি এবং আমি বরাবর থাকব।"
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর পাশে থাকার বার্তা বরাবর দিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক সভা-সমাবেশে অনুব্রত মণ্ডলের প্রতি তাঁর অগাধ ভরসার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী "কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব" শীর্ষক মন্তব্যও শোনা গিয়েছে তৃণমূলনেত্রীর মুখে।
মঙ্গলবার অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার দিনে ঘটনাচক্রে বীরভূমেই (Birbhum) থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে এদিন প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। কেষ্টর ঘরে ফেরার দিনে দিদির সঙ্গে তাঁর সাক্ষাতের একটি জোরালো সম্ভাবনাও তৈরি হয়েছে। সাংবাদিকরা অনুব্রত মণ্ডলকে সেই প্রশ্ন করার পর তিনি জানিয়েছেন, শরীর সায় দিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করবেন।