/indian-express-bangla/media/media_files/r4EBXnD8T5137PLQhvNK.jpg)
লাইনচ্যুত মালগাড়ির বেশ কয়েকটি বগি।
Train Accident: ফের রেল দুর্ঘটনা (Rail Accident) বাংলায়। আবারও ঘটনাস্থল সেই উত্তরবঙ্গ। ময়নাগুড়ি স্টেশনের কাছেই এবার লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মাল গাড়ি। রেল সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ছিটকে যায় কয়েকটি বগি।
উত্তরবঙ্গে আবারও রেল দুর্ঘটনা। ময়নাগুড়ি স্টেশনে ঢুকছিল একটি মালগাড়ি। কোনওভাবে সেই মালগাড়িটির বেশ কয়েকটি বগি স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন থেকে ছিটকে যায় বগিগুলি। জানা গিয়েছে, মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।
ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনায় জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। বেশ কিছু দূরপাল্লার ট্রেন একাধিক স্টেশনে আটকে পড়ে।
আরও পড়ুন-Mamata Banerjee: 'ভোট-খরচের একাংশ পেলেও বন্যা আটকাতাম', বানভাসি দশা নিয়ে ফের মমতার নিশানায় DVC
এদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে যান। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। মাল গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, ময়নাগুড়িতে ঢোকার মুখে ইঞ্জিন থেকে বেশ কয়েকটি বগি এদিন ছিটকে যায়। লাইনের ধারে কয়েকটি বগি উল্টেও যায়। মালগাড়ির বগির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি।