Advertisment

Sukanya Mondal: অবশেষে মিলল জামিন, গ্রেফতারির দীর্ঘ দিন পর জেল-মুক্তি, বীরভূমে উচ্ছ্বাস!

Anubrata Mondal-Sukanya Mondal: এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছিলেন তিনি । প্রতিবারই তাঁর আবেদন নাকচ হয়ে যায়। তবে এবার তিনি জামিনে মুক্তি পেতে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Hearing that Anubrata Mondals health condition is bad daughter Sukanya Mondal cried in the court , শুরু থেকেই দুঃসংবাদ, আদালতেই কেঁদে ভাসালেন অনুব্রত-কন্যা সুকন্যা!

বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে সুকন্যা মণ্ডল। ফাইল ছবি।

Sukanya Mondal: অবশেষে জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। গ্রেফতারির দীর্ঘ ১৫ মাস পর জামিন পেলেন সুকন্যা। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। সুকন্যা জামিন পেলেও এখনও জেলেই রয়েছেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল।

Advertisment

এর আগেও তিহাড় জেলে থাকাকালীন একাধিকবার জামিনের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। তবে প্রতিবারই তাঁর জামিন নাকচ হয়েছিল। তবে মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। গত বছরের এপ্রিল মাসে ED গ্রেফতার করে সুকন্যাকে। দিল্লিতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের কন্যাকে। সুকন্যার নামে আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সব সম্পত্তির ব্যাপারে সুকন্যাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বহু প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন না বলে মনে করছেন তদন্তকারীরা।

এমনকী ইডি সূত্রের দাবি, সুকন্যাকে তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারির নাম বারবার টেনেছেন। এ ব্যাপারে ওই দু'জনেই যা বলার বলতে পারবেন বলে ইডি অফিসারদের জানিয়েছেন সুকন্যা।

আরও পড়ুন- Swastha Bhavan Abhijan: স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই আগুনে প্রতিবাদ

আরও পড়ুন- India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA

এদিকে গত বছর ইডির হাতে গ্রেফতারের পর থেকে তিহার জেলে ঠাঁই হয় সুকন্যা মণ্ডলের। এই তিহারেই রয়েছেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলেরও তরফেও একাধিকবার জামিনের আবেদন করা হয়। তবে কেষ্টকে এখনও জামিন দেয়নি আদালত। তবে বারবার আবেদনের পর দীর্ঘ ১৫ মাস পর শেষমেষ জামিনে মুক্ত হলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।

আরও পড়ুন- Sitaram Yechury: ভালো নেই সীতারাম ইয়েচুরি, শারীরিক পরিস্থিতি সংকটজনক, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা AIIMS-এ

আরও পড়ুন- Eastern Rail: শহরতলির পরিবহণের 'প্রাণভোমরা' লোকাল ট্রেন, বিরাট ভরসার যান নিয়ে অসাধারণ তথ্য রেলের

sukanya mandal bail ED Anubrata Mandol
Advertisment