/indian-express-bangla/media/media_files/NMBr94nkMOPIfV1icBfG.jpg)
প্রতীকী ছবি।
India-Bangladesh: চলতি বছর দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ভারতে ইলিশ পাঠাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সে দেশের বাণিজ্যিক মন্ত্রক নাকি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত থেকে কিন্তু লাখ-লাখ ডিম পাতে পড়ছে বাংলাদেশের।
জানা গিয়েছে, ভারত থেকে প্রায় আড়াই লক্ষ পিস ডিম আমদানি করেছে বাংলাদেশ। সে দেশে ডিমের দাম আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে ভারতের ভরসা ছাড়া উপায় দেখছেন না মোঃ ইউনুস সরকারের কর্তারা। সেই কারণেই ভারত থেকে ডিম আমদানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
বাংলাদেশের সংবাদমাধ্যম 'কালের কন্ঠ'-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লক্ষ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। বেনাপোল C&F এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের তরফেআব্দুল লতিফ জানিয়েছেন, বাংলাদেশের ডিমের বাজারের অস্থিরতা দূর করতে আরও বেশি ডিম আমদানি দরকার ভারত থেকে। তবেই সেদেশের মানুষ কম দামে ডিম কিনতে পারবেন।
বাংলাদেশের নাগরিকদের কম দামে ডিম খাওয়ানোর জন্যই ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নিতে হয় সে দেশের সরকারকে। জানা গিয়েছে, ভারত থেকে আমদানি করার ডিমের মূল্য ১১ হাজার ১৭২. ০৬ ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৩ লক্ষ ৪৮ হাজার ২৪৩.৯২ টাকা।