Advertisment

India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA

India-Bangladesh: শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিবার দুর্গাপূজোর সময়ে 'উপহার' হিসেবে ভারত পেত পদ্মার ইলিশ। তবে সম্ভবত এবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার সেই পরম্পরা ভাঙছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh takes 2.5 lakhs eggs from india, ভারত, বাংলাদেশ, ডিম, আমদানি

প্রতীকী ছবি।

India-Bangladesh: চলতি বছর দুর্গাপুজোয় বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকার ভারতে ইলিশ পাঠাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সে দেশের বাণিজ্যিক মন্ত্রক নাকি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত থেকে কিন্তু লাখ-লাখ ডিম পাতে পড়ছে বাংলাদেশের।

Advertisment

জানা গিয়েছে, ভারত থেকে প্রায় আড়াই লক্ষ পিস ডিম আমদানি করেছে বাংলাদেশ। সে দেশে ডিমের দাম আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে ভারতের ভরসা ছাড়া উপায় দেখছেন না মোঃ ইউনুস সরকারের কর্তারা। সেই কারণেই ভারত থেকে ডিম আমদানি করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

বাংলাদেশের সংবাদমাধ্যম 'কালের কন্ঠ'-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ লক্ষ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। বেনাপোল C&F এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের তরফেআব্দুল লতিফ জানিয়েছেন, বাংলাদেশের ডিমের বাজারের অস্থিরতা দূর করতে আরও বেশি ডিম আমদানি দরকার ভারত থেকে। তবেই সেদেশের মানুষ কম দামে ডিম কিনতে পারবেন।

আরও পড়ুন- Sitaram Yechury: ভালো নেই সীতারাম ইয়েচুরি, শারীরিক পরিস্থিতি সংকটজনক, ভেন্টিলেশনে রেখে চিকিৎসা AIIMS-এ

আরও পড়ুন- RG Kar Case: 'ঘরের মেয়েও দুর্গাপুজো করত, সেই প্রদীপ আর জ্বলবে না', মমতা উৎসবে ফেরার কথা বলতেই গর্জে উঠলেন নির্যাতিতার মা

বাংলাদেশের নাগরিকদের কম দামে ডিম খাওয়ানোর জন্যই ভারত থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নিতে হয় সে দেশের সরকারকে। জানা গিয়েছে, ভারত থেকে আমদানি করার ডিমের মূল্য ১১ হাজার ১৭২. ০৬ ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৩ লক্ষ ৪৮ হাজার ২৪৩.৯২ টাকা।

আরও পড়ুন- Sunil Gangopadhyay: 'স্বাধীন' বাংলাদেশে সুনীলের ভিটেও জবরদখল, লাইব্রেরি ভেঙে চালের গুদাম বানালেন BNP নেতা

Bangladesh India West Bengal Hilsa Import egg ilish
Advertisment