Anubrata Mondol: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হতেই ফের বাড়লো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, ফের তাঁকে ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা দেওয়া হলো। অর্থাৎ, ফের আগের মতোই ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হলো।
উল্লেখ্য, কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল।
তবে মঙ্গলবার রাত থেকেই নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা বহাল হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রীর সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয়, বরং এর পেছনে রাজনৈতিক বার্তাও থাকতে পারে।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ কিছু দায়িত্ব পেয়েছেন। তাঁকে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি আরও কিছু দায়িত্ব পেয়েছেন সেগুলো ক্রমশ প্রকাশ্য। দিদি তার কর্মদক্ষতা দেখেছেন। দিন নাই, রাত নাই, তাকে বিভিন্ন জায়গাই ঘুরে বেড়াতে হয়েছে। সেকারণে তাকে দায়িত্ব বা তার নিরাপত্তা বাড়িয়েছেন। নিরাপত্তা তার বরাবর ছিলো। আগেও জেলার বাইরে তাকে যেতে হয়েছে। মানুষ খুশি। কর্মীরা খুশি।