Kanyashree Diwas: নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল! কন্যাশ্রী দিবসে প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Kanyashree Diwas: রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই ৯৩ লক্ষাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

Kanyashree Diwas: রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই ৯৩ লক্ষাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore

কন্যাশ্রী দিবসে প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

Kanyashree Diwas: রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই ৯৩ লক্ষাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ মুখ্যমন্ত্রী লেখেন, গত ১২ বছরে মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করতে রাজ্য সরকার এই প্রকল্পে ব্যয় করেছে ১৭ হাজার কোটিরও বেশি টাকা।

'মারের পালটা মারের দাওয়াই', মিঠুনের ঝাঁঝালো মন্তব্যে তোলপাড় বাংলা

Advertisment

"আজ কন্যাশ্রী দিবস । 'কন্যাশ্রী প্রকল্প' আজ ১২ বছর পূর্ণ করেছে।  সারা বিশ্ব, সারা দেশ, বাংলা জুড়ে সকল কন্যাশ্রী নারীকে অনেক অভিনন্দন। আমার মনে হয় না অন্য কোনও সরকারি প্রকল্প এত অল্প সময়ের মধ্যে সমাজে নারীর ক্ষমতায়নের উপর এত বড় প্রভাব ফেলেছে! এই কারণেই এটি বিশ্বে এত জনপ্রিয়। এই প্রকল্পটি  রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার জিতেছে, ৬২টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে,"। এভাবেই কন্যাশ্রী দিবসে বিশেষ এই প্রকল্পের সাফল্যের উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি আরও বলেন, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প থেকে ৯৩ লক্ষেরও বেশি মহিলা উপকৃত হয়েছেন।

Advertisment

কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন,  "আমি সবসময় মনে করি যে যে সমাজে নারীরা সচ্ছল নন, সে সমাজ কখনও সচ্ছল হতে পারে না। সমাজের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। এটা আমার গর্বের যে আজ আমাদের রাজ্যে ৯৩ লক্ষেরও বেশি 'কন্যাশ্রী মহিলা' রয়েছেন। এই প্রকল্পের আওতায় তাদের হাতে সাড়ে সতেরো হাজার কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। আমরা কেবল নারীর ক্ষমতায়নের কথা বলি না, আমরা তা করি,"। তিনি আরও বলেন, "আমি সকল কন্যাশ্রী নারীদের বলতে চাই যে জীবনে বড় হয়ে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরা একদিন বিশ্ববাংলা গড়ে তুলবে। তোমরা বিশ্বে তোমাদের মাথায় সম্মানের মুকুট পরবে।" তিনি জানান, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে কন্যাশ্রী আজ একটি বিশ্বমানের প্রকল্প।

কমিশনের চাপে মুখ্যসচিব মনোজ পন্থ, দেওয়া হল সাত দিনের আলটিমেটাম

kanyashree