/indian-express-bangla/media/media_files/2025/08/14/cats-2025-08-14-10-54-30.jpg)
আবারও ‘রাত দখল’, 'রাতভর' মশাল মিছিল, ন্যায় বিচারের দাবিতে ফের রাজপথে জনগর্জন
Kolkata Reclaim the Night Protest : আবারও কলকাতায় ‘রাত দখল’ , ১৪ অগস্ট 'রাতভর' মশাল মিছিলে, ন্যায় বিচারের দাবিতে ফের জনগর্জন।
আর.জি. কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বর্ষপূর্তিতে ফের পথে নামছে শহর। ১৪ অগস্ট রাতভর কলকাতা ও শহরতলীতে আয়োজিত হতে চলেছে ‘রাত দখল’ বা Reclaim the Night প্রতিবাদ কর্মসূচি।
গত বছর ১৪ অগস্ট মধ্যরাতে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন। সেই ঘটনার বর্ষপূর্তিতে এ বছরও কলকাতার একাধিক প্রান্তে মোমবাতি মিছিল, নাটক, গান, পথ নাটকের মাধ্যমে নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে হবে এই শান্তিপূর্ণ প্রতিবাদ।
আরও পড়ুন- 'মারের পালটা মারের দাওয়াই', মিঠুনের ঝাঁঝালো মন্তব্যে তোলপাড় বাংলা
‘রাত দখল ঐক্য মঞ্চ’-এর তরফে জানানো হয়েছে, ১৪ অগস্ট রাত ৯টা থেকে ১৫ অগস্ট ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে হবে জমায়েত। মঞ্চের আহ্বায়ক শতাব্দী দাস বলেন, “আমরা আবারও রাস্তায় নামব, মেয়েদের অধিকার রক্ষার দাবি জানাতে। আমাদের প্রিয় অভয়ার হত্যার ন্যায়বিচার চাই। গান, নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব আমাদের বার্তা।”
যৌথ চিকিৎসক মঞ্চের (Joint Platform of Doctors) আহ্বায়ক পুন্যব্রত গুণ জানিয়েছেন, কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাতভর মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি হবে।
আরও পড়ুন- সকাল থেকেই শুরু 'অ্যাকশন'! দুপুরের পরই আবহাওয়ার 'ম্যাজিক' বদল, কোন কোন জেলায় তুমুল বৃষ্টির সতর্কতা?
বাম সংগঠনগুলির সদস্যরাও শহরের গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে প্রতিবাদ মিছিল করবে। প্রসঙ্গত, গত বছরের ৯ অগস্ট আর.জি. কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে ধর্ষণ ও খুন হতে হয়, তরুণী চিকিৎসককে। সেই নারকীয় ঘটনার প্রতিবাদেই গত এই ১৪ অগাস্ট আয়োজন করা হয়েছিল ‘রাত দখল’ আন্দোলন। এ বছর তার বর্ষপূর্তিতে ফের পথে নামতে চলেছে বাংলা।