Advertisment

Durga Puja Carnival 2024: জমজমাট পুজো কার্নিভাল, আপ্লুত মুখ্যমন্ত্রী, বর্ণাঢ্য অনুষ্ঠানে ভেঙে পড়ল টলিপাড়া!

Durga Puja Carnival 2024: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠান শুরু হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Durga Puja Carnival 2024,দুর্গাপুজো কার্নিভাল ২০২৪

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন টলি পাড়ার একঝাঁক শিল্পী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Durga Puja Carnival 2024: রেড রোডে জমজমাট পুজো কার্নিভাল। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথমবার কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের সূচনা হয়েছিল। সেই থেকে প্রতি বছর শহরের সেরা পুজোগুলি অংশ নেয় কার্নিভালে। এবারেও রাজ্য সরকারের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল জমজমাট।

Advertisment

এবছর ৯০টিরও বেশি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছে। বর্ণাঢ্য এই রঙিন শোভাযাত্রা দেখতে দেশ-বিদেশের অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আমন্ত্রণে আজ রেড রোডের পুজো কার্নিভালে হাজির তাঁরা। মঞ্চে ইউনেস্কোর প্রতিনিধিরাও। কলকাতার দুর্গাপুজোকে গ্লোবাল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।

এদিকে দুর্গাপুজো উপলক্ষে গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গানটিকেই কার্নিভালে সেরা পুজোর গান হিসেবে ঘোষণা করা হয়েছে আজ।
 অন্যদিকে কার্নিভালের মঞ্চে প্রতি বারের মতো এবারও টলি পাড়ার নায়িকাদের ভিড় নজর এড়ায়নি। এবারও দুর্গাপুজোর কার্নিভালে রেড রোডে হাজির টলিউডের একঝাঁক তারকা। টলিপাড়ার পরিচিত সব মুখরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাজির। রয়েছেন তৃণমূলের তারকা-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেক শুরু করে জুন মালিয়া, সায়নী ঘোষরা। সেই সঙ্গে নুসরতকেও দেখা গেল নাচের তালে কোমর দোলাতে।

Durga puja carnival,দুর্গাপুজো কার্নিভাল
এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

আরও পড়ুন- Goaltore Incident: ঝোপের আড়ালে ছিল! দরজা খুলতেই দলা পাকিয়ে কিলবিল করে উঠল...তারপর?

আরও পড়ুন- Kolkata Metro: কামাল দেখাল মেট্রো! পাতালরেলের যাত্রীরা এখবর জানলে চমকে উঠবেন!

আরও পড়ুন- Indian Railway: বাংলার বুকে নতুন ইতিহাস রেলের! পুজোর মরশুমে যাত্রী-পরিষেবায় 'সেরার সেরা' রেকর্ড

carnival 2024
এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু থেকেই নজর কেড়েছে রেড রোডের পুজো কার্নিভাল। এ বছর জমিদার বাড়ির তৈরি হয়েছিল কার্নিভালের মূল মঞ্চ। সেখানেই রয়েছে ramp। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত,বিদেশি অতিথিদের জন্য আলাদা করে বসার বন্দোবস্ত রয়েছে।

CM Mamata banerjee durga puja carnival Durga Puja Carnival 2024
Advertisment