Goaltore Incident: ঝোপের আড়ালে ছিল! দরজা খুলতেই দলা পাকিয়ে কিলবিল করে উঠল...তারপর?

Goaltore Incident: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সাতসকালে রীতিমতো ভিড় জমে যায় ওই বাড়িতে।

Goaltore Incident: এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সাতসকালে রীতিমতো ভিড় জমে যায় ওই বাড়িতে।

author-image
IE Bangla Web Desk
New Update
python, goaltore, paschim medinipur, ramgarh, পাইথন,ময়াল সাপ,গোয়ালতোড়,পশ্চিম মেদিনীপুর,রামগড়

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।

Goaltore Incident: এক গৃহস্থ বাড়ির সামনে আগাছার মধ্যে দলা পাকিয়েছিল সে। সামনে মুরগি দেখেই সেই ঝোপ-জঙ্গলের আড়াল থেকে বেরনোর চেষ্টা করতেই বাড়ির লোকজনদের নজরে পড়ে যায় সে। প্রকাণ্ড ওই ময়াল সাপ দেখে তখন তো থর হরি কম্প দশা ওই বা়ডির লোকজনদের। দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে আশেপাশেও। খবর যায় বনদফতরে। বনকর্মীরা এসে বিশাল আকারের ওই ময়াল সাপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। 

Advertisment

ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের রামগড় এলাকা। রামগড়ের চৌকিচটি তেঁতুলতলা এলাকায় একটি বাড়ির একেবারে দুয়ারে পৌঁছে গিয়েছিল প্রকাণ্ড ওই ময়াল সাপটি। বাড়িতে না ঢুকলেও সেই বাড়ি লাগোয়া ঝোপ-জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছিল সে। প্রথমে বিষয়টি নজরে আসেনি ওই বাড়ির লোকজনদের। সকালে বাড়ির বাইরে বেরোতেই বিষয়টি স্পষ্ট হয়।

বাড়ির উঠোনে মুরগি হেঁটে যাচ্ছিল। ঝোপের আড়াল থেকে তা দেখতে পেয়েছিল ওই ময়াল সাপটি। তখনই সে নড়াচড়া করতেই লোকজনদের নজরে পড়ে যায়। বিষয়টি দেখেই দ্রুত বনকর্মীদের খবর পাঠায় তারা। খবর পেয়ে সেই এলাকায় গিয়ে প্রায় ১৫ ফুট লম্বা ওই ময়াল সাপটিকে উদ্ধার করেন রামগড় বিট অফিসের কর্মীরা।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro: কামাল দেখাল মেট্রো! পাতালরেলের যাত্রীরা এখবর জানলে চমকে উঠবেন!

আরও পড়ুন- Indian Railway: বাংলার বুকে নতুন ইতিহাস রেলের! পুজোর মরশুমে যাত্রী-পরিষেবায় 'সেরার সেরা' রেকর্ড

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর এখনই পড়ুন, যাত্রীদের সুবিধার্থে আরও এক ফাটাফাটি উদ্যোগ!

এদিকে প্রকাণ্ড ওই ময়াল সাপ দেখতে ওই বাড়িতে ভিড় জমিয়েছিলেন আশেপাশের বেশ কিছু বাসিন্দা। বনদফতরের তরফে জানানো হয়েছে, ওই সাপটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তার বেশ কিছু পরিচর্যা করে পুনরায় সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বণকর্মীরা। তবে এভাবে লোকালয়ে প্রকাণ্ড ওই ময়াল সাপটির ঢুকে পড়া নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Paschim Medinipore Python Snake