Advertisment

International Kolkata Book Fair 2025: বইমেলা সূচনার ঘন্টাধ্বনির মধ্যে রাজপথে বিক্ষোভের আঁচ, কফি হাউসের সামনে নজিরবিহীন প্রতিবাদ

International Kolkata Book Fair 2025: বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হবে না বলে জানিয়েছিল কলকাতা বই মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল ভিএইচ পি।

author-image
Joyprakash Das
New Update
APDR protest ahead of Book Fair inauguration

বইমেলা সূচনার ঘন্টাধ্বনির মধ্যে রাজপথে বিক্ষোভের আঁচ, কফি হাউসের সামনে নজিরবিহীন প্রতিবাদ

APDR protest ahead of Book Fair inauguration : বইমেলা উদ্বোধনের দিনে কলকাতায় আজ, মঙ্গলবার প্রতিবাদ মিছিল করবে এপিডিআর (APDR)। কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে থেকে সাড়ে তিনটের সময় প্রতিবাদ মিছিল শুরু হবে। কলকাতা বইমেলায় এপিডিআরকে স্টল না দেওয়ার কারণে এই প্রতিবাদ বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত শুর।

Advertisment

এর আগে বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেওয়া হবে না বলে জানিয়েছিল কলকাতা বই মেলার আয়োজক পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল ভিএইচ পি। আদলতেও অনুমতি মেলেনি পরিষদের। পরবর্তীতে বিশ্ব হিন্দু বার্তাকে স্টল করার অনুমতি দেয় গিল্ড। গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, গত ২০২৪ এর সেপ্টেম্বরে গিল্ড সিদ্ধান্ত নিয়েছে কোনও সংগঠনকে স্টল করার অনুমতি দেওয়া হবে না। কিন্তু তাদের প্রকাশনা বা পত্র পত্রিকা থাকলে অনুমোদন দেবে। সমালোচকদের মতে, এ যেন ঘুরিয়ে কান ধরা আর কি!

শুধু স্টল করতে দেওয়ার অনুমতি না বই মেলা নিয়ে একাধিক দাবি রয়েছে "বইমেলা পরিসর" মঞ্চের। রঞ্জিত সুর বলেন, "কলকাতার নাগরিক আন্দোলনে নতুন সংযোজন বইমেলাকে গণতান্ত্রিক করে, পরিচালনায় সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য,  বইমেলাকে লাভ ও লোভের ক্ষেত্র না বানানোর জন্য বছরভর সক্রিয় থাকা, বিভিন্ন সংগঠন ও পত্রপত্রিকা মিলে 'বইমেলা পরিসর 'নামে নতুন  মঞ্চ তৈরি করা। আজকের মিছিল তারই অংশ। বইমেলা উদ্বোধনের দিনেই এই মিছিল যথেষ্ঠ তাৎপর্য বহন করছে।" এদিকে আজই হাইকোর্টে বইমেলা নিয়ে এপিডিআরের করা মামলার শুনানি রয়েছে।

Advertisment

একদিকে যখন কলকাতা বইমেলার সূচনা হবে, তখন মহানগরের বই পাড়ায় প্রতিবাদ মিছিল। সব মিলিয়ে বই মেলা শুরুর আগে থেকে যে বিতর্ক শুরু হয়েছে, তা অব্যাহত রইল। রঞ্জিত শূরের দাবি, বইমেলায় মত প্রকাশের ওপর পুলিশি হস্তক্ষেপ করা চলবে না, পরিসর বৃদ্ধি করতে হবে, মুক্ত মঞ্চ রাখতে হবে, হিসেব প্রকাশ্যে জানাতে হবে। আরও একাধিক দাবিতে কলেজস্ট্রিটে মিছিলের ডাক দিয়েছে এপিডিআর।

Book Fair
Advertisment