Advertisment

Partha Bhowmick: 'সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত অর্জুন সিংয়ের, বিহারের গ্রুপ ভাড়া', বিস্ফোরক পার্থ ভৌমিক

Arjun Singh-Somenath Shyam: জগদ্দলের তৃণমূল বিধায়ককে খুন করতে বিহারে বড় গ্রুপ ভড়া করেছেন অর্জুন সিং, এমনই অভিযোগ পার্থ ভৌমিকের। যা শুনে পাল্টা মুখ খুলেছেন অর্জুনও। কী বলছেন সোমনাথ শ্যাম?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Arjun Singh conspired to kill Somenath Shyam claims Partha Bhowmik: সোমনাথ শ্যাম অর্জুন সিং পার্থ ভৌমিক

বাঁদিক থেকে পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম ও অর্জুন সিং।

Arjun Singh conspired to kill Somenath Shyam claims Partha Bhowmik: কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি কাণ্ডে বিহার যোগের মাঝে এবার বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এল। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন সিং (Arjun Singh), চাঞ্চল্যকর এই অভিযোগ এনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)। শুধু তাই নয়, সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানোর দাবি করে ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকেও করেছেন পার্থ ভৌমিক। এদিকে পার্থ ভৌমিকের এমন মারাত্মক অভিযোগের জবাবও দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং।

Advertisment

সোমনাথকে খুনের চক্রান্ত অর্জুনের : পার্থ 

"পুলিশ কমিশনারকে জানিয়েছি। সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছি। সোমনাথ শ্যামকে খুন করতে বিহার থেকে বড় গ্রুপ ঙাড়া করা হয়েছে। আমি সোমনাথকে বলেছি একটা ১৬৪ করে রাখতে। সোমনাথ শ্যাম মারা গেলে অর্জুন সিং দায়ী থাকবে। অর্জুন সোমনাথের কাছে হেরে গেছে বলে এই আক্রোশে এটা করতে পারে। 

অর্জুন ছাড়া আমার আর কোনও শত্রু নেই : সোমনাথ শ্যাম 

"কিছু মানুষ আমাকে পথ থেকে সরাতে চাইছে। যাদের অসুবিধা হচ্ছে। অর্জুন ছাড়া ব্যারাকপুরে কিংবা গোটা বাংলায় আমার আর কোনও শত্রু নেই। বিভিন্ন খুনে মদত রয়েছে অর্জুন সিংয়ের। ও ভাবছে সোমনাথ পথের কাঁটা। বিহার থেকে যে ক্রিমিনালরা আসছে তাদের সঙ্গে ওর পরিবারের আঁতাত আছে। সোমনাথ শ্যাম ভয় পায় না। পিছু হঠব না। ঘরেও ঢুকে যাব না।" 

আরও পড়ুন- West Bengal News Live: বাঁকুড়ার হাসপাতালে অমানবিক ছবি, শৌচাগার থেকে ভ্রুণ থেকে তুলে নিয়ে গেল কুকুর

আরও পড়ুন- Indira Gandhi 107th Birth Anniversary: ইন্দিরা গান্ধী, গণিখান চৌধুীর নামে মেট্রো স্টেশন হোক কলকাতায়, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

জনতাই ওদের জবাব দেবে : অর্জুন

"জগদ্দল,ভাটপাড়ার মানুষের উপর অত্যাচার চালাচ্ছে সোমনাথ শ্যাম। মাদক ব্যবসায়ীদের মদত দিচ্ছেন তিনি। সোমনাথ শ্যামের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে। আমাকে ভাড়াটে খুনি আনতে হবে না। জনরোষের শিকার হবেন সোমনাথ শ্যাম। যা লুঠপাট করছে... বিহার থেকে ওদের লোক আনতে হবে। যা অত্যাচার করছে পাবলিকই পিটিয়ে দেবে। তোলাবাজি, অত্যাচার, হুকিং লাইন থেকে শুরু করে পুকুর ভরাট সব করছে।" 

আরও পড়ুন- Eastern Railway: মসৃণ পরিষেবায় দুরন্ত তৎপরতা রেলের, যাত্রী স্বার্থে এবার আরও কঠিন পদক্ষেপ

Partha Bhowmick Somnath Shyam Arjun Singh
Advertisment