Firearms Seized in Kolkata: সামনেই রাজ্যে উপনির্বাচন। তার আগে খাস কলকাতায় বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলল। শিয়ালদার কাছেই হদিস মিলল বিরাট অস্ত্রভান্ডার। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ ৯০ রাউন্ড গুলি উদ্ধার করে।
কলকাতা পুলিশ সূত্রের খবর, শবিবার সন্ধেয় শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। তার নাম মহম্মদ ইসমাইল খান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তি অস্ত্র কেনা-বেচার কারবারের সঙ্গে জড়িত ছিল।
হাওড়া-শিয়ালদহ মেট্রো চালু কবে? বউবাজারে টানেলের কাজ কতদূর? জানুন লেটেস্ট আপডেট
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এদিন বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বৈঠকখানা এলাকায় তল্লাশি চালায়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপূল পরিমান অস্ত্র। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশ জানতে পারে, মুঙ্গের থেকে অস্ত্র পাচার হচ্ছে কলকাতায়। খবর পেতেই অ্যাকশনে নামে কলকাতা পুলিশের এসটিএফ।
মৌলিক অধিকার রক্ষা করা রাজ্যের দায়িত্ব! অবসরের আগে 'বুলডোজার ন্যায়বিচার' নিয়ে বড় সিদ্ধান্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের
শিয়ালদার একেবারে নাকের ডগায় বৈঠকখানা রোডের ব্যস্ত এলাকায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ইতিমধ্যে ধৃতকে জেরা করছে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা। কলকাতা শহরের আর কোথাও কোন অস্ত্র মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।