Advertisment

Kolkata Metro: হাওড়া-শিয়ালদহ মেট্রো চালু কবে? বউবাজারে টানেলের কাজ কতদূর? জানুন লেটেস্ট আপডেট

Metro Railway,Kolkata: একবার এই মেট্রো করিডরের কাজ শেষ হয়ে গেলে শিয়ালদহ থেকে সোজা পাতালপথেই হাওড়ার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে। স্বভাবতই এই করিডরের কাজ নিয়ে কৌতূহলের শেষ নেই।

author-image
Joyprakash Das
New Update
east west metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো

বউবাজারে টানেল তৈরির কাজ পরিদর্শনে মেট্রোরেলের জেনারেল ম্যানেজার।

Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের (East-West Metro) কাজের অগ্রগতি কতদূর? সরেজমিনে তা খতিয়ে দেখে গেলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার স্ত্রী পি উদয় কুমার রেড্ডি। শনিবার বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ দেখতে এসেছিলেন তিনি। এই কাজ শেষ হতে আর কতদিন লাগতে পারে সে ব্যাপারেও মেট্রোরেলের কর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। প্রকল্প সম্পর্কিত যাবতীয় স্কেচও এদিন খতিয়ে দেখেছেন মেট্রোরেলের এই শীর্ষকর্তা।

Advertisment

ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে কাজ চলছে। এই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এসেছিলেন মেট্রোলের জেনারেল ম্যানেজার। এসপ্ল্যানেডের সঙ্গে শিয়ালদহ জুড়বে কবে? তা নিয়ে জল্পনা শেষ নেই। একবার এই রেলপথ জুড়ে গেলে শিয়ালদহ ও হাওড়ার মধ্যে মেট্রোয় যোগাযোগ স্থাপন হয়ে যাবে। 

সহজেই যাত্রীরা পাতালপথে গঙ্গার তলদেশ দিয়ে শিয়ালদহ থেকে হাওড়া ও একইভাবে হাওড়া থেকে শিয়ালদহ পর্যন্ত যাতায়াত করতে পারবেন। স্বাভাবিকভাবেই এই মেট্রো করিডর চালু হয়ে গেলে একটা বড় অংশের যাত্রী দারুণভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন- Offbeat Places:'সেরার সেরা' ভ্রমণ অভিজ্ঞতা হবে! অপার্থিব সুখের ভাণ্ডার লুকিয়ে উত্তরবঙ্গের এই পাহাড়ি গাঁয়ে

আরও পড়ুন- Jagadhatri Puja 2024: প্রায় ১০০ ভরি সোনায় সাজ দেবীর! তাকলাগানো মণ্ডপসজ্জা, চন্দননগরের এই পুজো না দেখলে পস্তাবেন!

এই প্রকল্পের মধ্যে মূল বাধা হল বউবাজার। বারবার মেট্রোর কাজ চলার সময় এখানে সুড়ঙ্গে ধস নেমেছে। আটকে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। তাই এবার বাড়তি সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই কাজ চালাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। দুর্গাপুজোর কয়েক মাস আগেই বউবাজার এলাকায় শেষ ক্রস প্যাসেজ তৈরির কাজ শেষ করে ফেলেছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন টানেল তৈরির কাজ চলছে। চূড়ান্ত সতর্কতামূলক পদক্ষেপ করেই এগোচ্ছে সেই কাজ।

আরও পড়ুন- Industry in West Bengal: বাংলার বুকে শিল্প আনতে শীঘ্রই পৃথক নীতি? চাকরির জোয়ার বইয়ে দিতে যুগান্তকারী ভাবনা!

Metro east-west metro kolkata metro
Advertisment