/indian-express-bangla/media/media_files/2024/11/14/SMUHfGrQyKihkaom3gaq.jpg)
BJP leader Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং।
Arrest warrant issued against Bjpp leader Arjun Singh: আবারও বড়সড় অস্বস্তিতে BJP নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গেরুয়া দলের এই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ জগদ্দলে গুলি-কাণ্ডে অর্জুনকে অভিযুক্ত করেছে পুলিশ। সেদিন জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সেই গন্ডগোলে এক যুবক গুলিবিদ্ধও হয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ উত্তর ২৪ পরগনার জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে হঠাৎই গুলি চলে, বোমাবাজি হয় বলেও অভিযোগ। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় সেই গুলি-বোমা কাণ্ডে অর্জুন সিংয়ের নাম জড়ায়। সেদিনের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন। তৃণমূলের অভিযোগ ছিল, অর্জুন সিং নিজে সেদিন গুলি চালিয়েছিলেন।
জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ ছিল, গুলি চালিয়েছিলেন অর্জুন সিং নিজে। তাঁর আরও দাবি ছিল, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে নাকি অর্জুনকে গুলি চালাতে দেখা গিয়েছিল। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন অর্জুন সিং। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ছিল অর্জুনের।
সেই ঘটনার পরের দিনই পুলিশ পরপর অর্জুনকে সমন পাঠিয়ে তলব করে। যদিও অর্জুন সিং জগদ্দল থানায় হাজিরা দেননি। পরে পুলিশকে চিঠি পাঠিয়ে তিনি জানান দলের কাজে পাটনায় রয়েছেন তিনি। তবে পুলিশ পরপর অর্জুনকে নোটিশ পাঠায়। শেষমেষ অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ।
আরও পড়ুন- Monk Attacked: ঘাটালে আক্রান্ত সন্ন্যাসী হিরন্ময় মহারাজ, চুল-দাড়ি-জটা কেটে মারধর দুষ্কৃতীদের
সূত্রের খবর, ব্যারাকপুর মহকুমা আদালত অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে জানা গিয়েছে ইতিমধ্যেই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন অর্জুন সিং। মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে তাঁকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতার।